আজকাল ওয়েবডেস্ক: মেজর লিগ সকারে টানা তিন ম্যাচ না জেতায় চাপ বাড়ছিল ইন্টার মায়ামির উপরে। এদিন প্রায় হারতে হারতে ইন্টার মায়ামি ৩-৩ গোলে ড্র করল ফিলাডেলফিয়ার সঙ্গে। গোল করলেন মেসি। তাঁর গোলের পরই উজ্জীবিত হয়ে ওঠেন সতীর্থরা। কোনওরকমে হার বাঁচায় মায়ামি।
প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ছিল মায়ামি। খেলার ৮৬ মিনিট পর্যন্ত ফলাফল ছিল ফিলাডেলফিয়া ৩ মায়ামি ১। ফের যখন হারের আশঙ্কা দেখা দিচ্ছে তখনই মেসি ধরা দেন অন্য অবতারে।
৮৭ মিনিটে দুরন্ত ফ্রি কিক থেকে ৩-২ করেন। অ্যাডেড টাইমে তেলাসকো সেগোভিয়ার গোলে সমতা ফেরায় মায়ামি। প্রায় হারতে থাকা ম্যাচ ড্র করে ইন্টার মায়ামি। মেসি ওই বাঁক খাওয়ানো ফ্রি কিকে গোলটা না করলে হয়তো তাঁর সতীর্থরা তেতে উঠতেন না। ম্যাচটাও ড্র হত না।
Perfectionist. pic.twitter.com/GvWeYbNimF
— Stop That Messi (@stopthatmessiii)Tweet by @stopthatmessiii
মায়ামি দুর্দান্ত ভাবে হার এড়ালেও এই ম্যাচের ফলাফল কিন্তু মেসিদের স্বস্তি দিচ্ছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই জয় নেই মায়ামির।
মেজর লিগ সকরেও টনা চার ম্যাচে জয় পায়নি ইন্টার মায়ামি। পয়েন্ট তালিকায় মায়ামি এখন ৬ নম্বরে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে তাঁদের সম্বল কেবল লিওনেল মেসি।
