আজকাল ওয়েবডেস্ক: ভারত সফর শেষ হল ফুটবলের রাজপুত্রর। এবার ঘরে ফেরার পালা। সোমবার দিল্লিতেই ছিল শেষ অনুষ্ঠান। এবার মেসি ও তাঁর সঙ্গীরা ফিরে যাবেন নিজ নিজ গন্তব্যে।
শনিবার গভীর রাতে যে সফর শুরু হয়েছিল কলকাতা থেকে। এরপর হায়দরাবাদ, মুম্বই হয়ে অবশেষে দিল্লিতে গিয়ে শেষ হল।
২০১১ সালের পর ২০২৫। তিনি ভারতে এলেন। আবার আসবেন? মেসি কিন্তু বড় ইঙ্গিত দিয়ে গেলেন। তাঁর দাবি, হয়ত আবার একদিন ভারতে আসব। একটি ম্যাচও খেলব।
দিল্লিতে সোমবার মেসি দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজধানীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে। গিয়েছিলেন অরুণ জেটলি স্টেডিয়ামেও। দর্শকদের উদ্দেশে কথা বলেন তিনি। যদিও পুরোটাই ছিল স্প্যানিশ ভাষায়। পরে অবশ্য মেসির বার্তা ইংরেজিতে ট্রান্সলেট করা হয়। যেখানে মেসি দর্শকদের উদ্দেশে বলেছেন, ‘এই ভালবাসা সঙ্গে নিয়েই ফিরে যাচ্ছি। কথা দিচ্ছি আমরা ফের অবশ্যই আসব। কোনও একদিন অন্য কোনও উদ্দেশ্য থাকবে। একটা ম্যাচও খেলব। এটুকু বলতে পারি এই দেশে আবার ফিরব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’
এদিকে, আচমকাই লিও মেসির ভারত সফরে বড়সড় বদল হল। দিল্লিতে সফর শেষ করে সেখান থেকে আর্জেন্টিনার উদ্দেশে রওনা দেওয়া কথা ছিল মেসি, সুয়ারেজদের। কিন্তু সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, দিল্লি থেকে আর্জেন্টিনা না ফিরে গিয়ে গুজরাটের জামনগরে বনতারায় যাচ্ছেন মেসি। বনতারায় চিড়িয়াখানা রয়েছে অনন্ত আম্বানিদের। সম্প্রতি এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রিলায়েন্স ফাউন্ডেশনের পরিচালনায় এই চিড়িয়াখানায় একাধিক বিরল প্রাণী রয়েছে। সেই প্রাণীদের খেয়াল রাখার পাশাপাশি সম্পূর্ণভাবে চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। অনন্ত আম্বানির নিমন্ত্রণ রক্ষা করে মেসির ফিরে যাওয়ার কথা রয়েছে দেশে। আর্জেন্টাইন তারকার ভারত সফরে বনতারাই হতে চলেছে শেষ গন্তব্য।
পিটিআই মারফত আরও জানা গিয়েছে, সফরের অংশ হিসেবে লিওনেল মেসি এদিন তাঁর ঘনিষ্ঠ বন্ধু লুই সুয়ারেজ, রড্রিগো ডি–পল এবং সঙ্গীসাথীদের সঙ্গে এক রাতের জন্য বনতারায় থাকবেন।
অন্যদিকে, এএনআই সূত্রের খবর অনুযায়ী, ফুটবলাররা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানির আতিথেয়তায় ওই কেন্দ্রে রাত্রিবাস করবেন।
অনন্ত আম্বানির পরিকল্পনায় গড়ে ওঠা বনতারা রিলায়েন্সের জামনগর রিফাইনারি কমপ্লেক্সের মধ্যে প্রায় ৩,০০০ একর এলাকা জুড়ে বিস্তৃত।
