আজকাল ওয়েবডেস্ক: ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ইন্টার মায়ামি। প্যারিস সাঁ জাঁ-র কাছে বিধ্বস্ত হয়েছে মেসির দল। কিন্তু তার পরেও মেসি-ম্যাজিক চলছেই। 

মেজর লিগ সকারে দুরন্ত ছন্দে রয়েছেন এলএম ১০। শেষ তিনটি ম্যাচে জোড়া গোলের পর নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিরুদ্ধেও জোড়া গোল করেন আর্জেন্টাইন কিংবদন্তি। মেসি গোল করেন। ২-১-এ ম্যাচ জেতে ইন্টার মায়ামি।  

ইন্টার মায়ামির এই জয়ের দিনে রেকর্ডও গড়েন আর্জেন্টাইন কিংবদন্তি। মেজর লিগ সকারের  ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করলেন মেসি। 

[আরও পড়ুন: কার মুখোমুখি হতে ভয় পেতেন ধাওয়ান? ভারতের প্রাক্তন ওপেনার নাম নিলেন দুই ভয়ঙ্কর পেসারের]

কে বলবে, শরীরে তাঁর বাসা বেঁধেছে বয়স। এই ৩৮-এও মেসি দৌড়চ্ছেন, স্কিল দেখাচ্ছেন, গোল করছেন, গোলের গন্ধ মাখা পাস বাড়াচ্ছেন, তাঁর দলকে জেতাচ্ছেন। 

 মে মাস থেকে শুরু হয় মেসির এই গোল পরিক্রমা। আরও নির্দিষ্ট করে বললে  মন্ট্রিয়লের বিরুদ্ধে শুরু হয় মেসির গোলের এই যাত্রা। এরপর কলম্বাস, মন্ট্রিয়ল এবং এদিন নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি গোল করলেন। এর ফলে লিগে টানা পাঁচ ম্যাচে অপরাজিত মেসির দল। 

ক্লাব বিশ্বকাপে মেসি একটি গোল করেন। সেটি পোর্তোর বিরুদ্ধে ফ্রি কিক থেকে। 

মেজর লিগ সকারে মেসির গোল সংখ্যা ১৫ ম্যাচে ১৪টি।

মেসি বল নিয়ে দৌড়তে শুরু করলে তাঁকে রোখে কার সাধ্য়ি! নিউ ইংল্যান্ড রেভোলিউশনের পক্ষেও মেসিকে থামানো সম্ভব হয়নি। 

ম্যাচের প্রথমার্ধেই মেসি এদিন দুটি গোল করেন।  ম্যাচের ২৭-তম মিনিটে বাঁ পায়ের শটে প্রথম গোলটি করেন। এরপর ৩৮-তম মিনিটে বুস্কেটসের পাস ধরে নিজের দ্বিতীয় গোলটি করেন।  

[আরও পড়ুন: হার দিয়ে রিয়ালে শেষ হল মদ্রিচ রূপকথা, আবেগঘন ছবি মাঠে]

নিউ ইংল্যান্ড রেভোলিউশন একটি গোল করলেও ইন্টার মায়ামিকে বেগ দিতে পারেনি।