আজকাল ওয়েবডেস্ক:‌ ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিওনেল মেসি। সূত্রের খবর, আরও তিন বছর ইন্টার মায়ামিতে থাকতে চলেছেন মেসি। যা জানা যাচ্ছে, মেজর সকার লিগের এই ক্লাবের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন আর্জেন্টাইন মহাতারকা। অর্থাৎ আরও তিন বছর মেজর লিগ সকারে খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে।


ইন্টার মায়ামির পক্ষে এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ‘ক্লাবের অধিনায়ক, আটবারের ব্যালন ডি’অর জয়ী, বিশ্বজয়ী লিওনেল মেসির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইন্টার মায়ামি।’

 

আরও পড়ুন:‌ নিয়মরক্ষার ম্যাচে সিডনিতে ভারতের প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা,‌ কোপ পড়বে রোহিত–কোহলির উপর?‌ 


নতুন চুক্তির পর উচ্ছ্বসিত মেসিও। ক্লাবের বিবৃতিতে তিনি বলেন, ‘ইন্টার মায়ামিতে আরও তিন বছর থাকতে পেরে সত্যিই খুশি। অবশেষে মায়ামি ফ্রিডম পার্কের নতুন স্টেডিয়ামে খেলার স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। এর জন্য অধীর আগ্রহে আমরা সবাই অপেক্ষা করছি।’ মেসির আরও সংযোজন, ‘‌এখানে যোগ দেওয়ার পর থেকে আমি খুবই খুশি। এই ক্লাবের সঙ্গে চুক্তি বৃদ্ধি করতে পেরে সত্যিই আনন্দিত।’ ইন্টার মায়ামির অন্যতম মালিক কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামও মেসির এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত। তাঁর কথায়, ‘‌মায়ামি শহর, ক্লাব এবং ফুটবলের প্রতি গভীর ভালবাসা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে মেসি। লিও এখনও জিততে চায়। এই দেশে ফুটবলের প্রসার এবং মানোন্নয়নের জন্য অনেক কিছু করেছেন। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার।’‌ প্রসঙ্গত, ২০২৩ সালে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে আসেন মেসি। 


এদিকে, শোনা গিয়েছিল আগামী বিশ্বকাপের কথা ভেবে পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। যথেষ্ট উজ্জ্বল ছিল সেই সম্ভাবনা। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে হয়ত ইন্টার মায়ামি থেকেই কেরিয়ার শেষ করবেন লিওনেল মেসি।