আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে রবিচন্দ্রন অশ্বিনের কোনও বিকল্প নেই। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। বর্তমানে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের মধ্যে অন্যতম। বাংলাদেশের বিরুদ্ধে জোড়া টেস্টে অনবদ্য পারফরম্যান্সে আরও একবার সিরিজের সেরা প্লেয়ার হন অশ্বিন। লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশিবার সিরিজ সেরা হওয়ার দৌড়ে ভারতীয় স্পিনার ছুঁয়ে ফেলেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীথরনকে। দু'জনেই মোট ১১ বার এই পুরস্কার পেয়েছেন। নিউজিল্যান্ড সিরিজে কিংবদন্তি স্পিনারকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে অশ্বিনের। শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয়ে ভারতে খেলতে আসছে কিউয়িরা। সদ্য টেস্ট দলে অধিনায়ক পরিবর্তন হয়েছে। খুব ভাল জায়গায় নেই ব্ল্যাক ক্যাপসরা। এই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না অশ্বিন। তারওপর সিরিজ যখন ঘরের মাঠে। তবে তার আগে একটি মজাদার উত্তর দিয়ে নেটমাধ্যমে হাসির রোল ফেলে দিয়েছেন তারকা স্পিনার।
ম্যাচের পর বোর্ডের প্রাক্তন নির্বাচক এবং ধারাভাষ্যকার সাবা করিম জিজ্ঞেস করেন, তিনি সিরিজ সেরার পুরস্কার গুণে রাখেন কিনা। তার জবাবেই এমন একটি উত্তর দেন অশ্বিন, যা নেটমাধ্যমে ঘুরছে। অশ্বিন বলেন, 'তুমি এমনভাবে জিজ্ঞেস করছ, মনে হচ্ছে আমি একজন সিরিয়াল কিলার। যে এইসব প্ল্যান করে। তবে বাস্তবে একদমই তাই নয়। সত্যি বলতে, কেরিয়ারের একটা স্টেজে হয়তো এগুলোর গুরুত্ব ছিল। কিন্তু সেই পর্ব পেছনে ফেলে এসেছি। এখন সবকিছু গ্রহণ করতে পারি। আমরা প্রক্রিয়ায় ফোকাস করি, রেজাল্টে নয়। তবে আমি এই স্বীকৃতি অর্জন করতে পেরে খুশি। উইকেট, ম্যাচের সেরা, সিরিজ সেরা প্লেয়ারের পুরস্কার পাওয়ার থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ নেটে নতুন কিছু করা। পুরস্কারের সঙ্গে অনুভূতি জড়িয়ে গেলে, সেই খুশি বা আনন্দ চিরস্থায়ী হয় না।' বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্টেই সফল অশ্বিন। চেন্নাইয়ে দলের প্রয়োজনে শতরান করেন। জাদেজাকে সঙ্গে নিয়ে ভারতকে ম্যাচে ফেরান। দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট তুলে নেন। কানপুরে পাঁচ উইকেট সংগ্রহ ভারতীয় স্পিনারের।
