আজকাল ওয়েবডেস্ক: মেসি সহ একাধিক ফুটবলার নেই। এবার চোটের জন্য ছিটকে গেলেন লাউতারো মার্টিনেজও। জানা গেছে উরুগুয়ে ও ব্রাজিল ম্যাচে তিনি খেলতে পারবেন না। ইন্টার মিলান স্ট্রাইকারের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের তরফে এই খবরটি জানানো হয়েছে।
গত রবিবার সিরি এ তে ইন্টার মিলান ২–০ হারিয়েছিল আটলান্টাকে। দলের দ্বিতীয় গোলটি করেছিলেন মার্টিনেজ। ৯১ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই গোল পান। কিন্তু তার আগে থেকেই চোট ছিল মার্টিনেজের। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এখনও লাউতারো মার্টিনেজের পরিবর্ত ফুটবলারের নাম ঘোষণা করেনি।
প্রসঙ্গত, উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে দু’ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করেন লিওনেল স্কালোনি। সেই দলে ছিলেন মার্টিনেজ। মেসি–দিবালারা সরে যাওয়ায় জাতীয় দলের দায়িত্ব অনেকটাই ছিল মার্টিনেজের উপরে। কিন্তু তিনিও এবার ছিটকে গেলেন।
চোটের জন্য কিছুদিন আগেই মেসি জানিয়েছেন, তিনি উরুগুয়ে ও ব্রাজিল ম্যাচ খেলতে পারবেন না।
বিশ্বকাপ যোগ্যতা অর্জনপর্বে শুক্রবার আর্জেন্টিনা খেলবে উরুগুয়ের বিরুদ্ধে। আর ব্রাজিলের বিরুদ্ধে গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের খেলা আগামী বুধবার। সেটি অবশ্য ঘরের মাঠে।
এই মুহূর্তে লাতিন আমেরিকা বাছাই পর্বে আর্জেন্টিনা ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের সঙ্গে পয়েন্টের ব্যবধান পাঁচ।
