আজকাল ওয়েবডেস্ক: ৩৫৬ রানের বিশাল লিড মাথায় নিয়ে ব্যাট করতে নেমে কোহলি, সরফরাজের পার্টনারশিপ ম্যাচে ফেরাল ভারতকে। তৃতীয় দিনের শেষে এখনও ১২৫ রানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। শেষবেলায় গ্লেন ফিলিপসের বলে বিরাট কোহলির উইকেট বেশ খানিকটা ব্যাকফুটে ঠেলে দিল ভারতকে।রোহিত, জয়সওয়াল আউট হওয়ার পর কোহলি এর সরফরাজ ম্যাচে ফেরান। অপেক্ষাকৃত ব্যাটিং সহায়ক উইকেটে স্বচ্ছন্দ লাগছিল দুজনকে।

 

 

বেশ ভাল গতিতেই রান তুলছিলেন দুজনে। কিন্তু দিনের শেষ ওভারে গ্লেন ফিলিপসের গুড লেন্থের বল আন্দাজের চেয়ে খানিকটা বেশি লাফিয়ে ওঠে। ফ্রন্ট ফুটে খেলতে গিয়ে কোহলির ব্যাটের কানা ছুঁয়ে বল কিপারের হাতে চলে যায়। আম্পায়ার আউট দিকে রিভিউ নেন বিরাট। সেখানে দেখা যায় বল ব্যাটে লেগেছে। শেষ বেলায় কোহলির উইকেট যে নিউজিল্যান্ডকে ম্যাচে ফেরাল তা জানিয়েছেন রচিন রবীন্দ্র।

 

 

ক্রিজে রয়েছেন সরফরাজ। এদিন প্যাড আপ করা অবস্থায় দেখা যায় ঋষভ পন্থকেও। ম্যাচ বাঁচাতে হলে চতুর্থ দিন সারাদিন খেলে বড় রান করতে হবে ভারতকে। তৃতীয় দিন সকাল থেকে মধ্যাহ্নভোজের বিরতি অবধি কিউয়িদের পড়ে চার উইকেট। তার মধ্যে জাদেজা নেন তিন উইকেট। বাকি বোলাররা একটি করে উইকেট তুলেছেন। ডেভন কনওয়ে একটুর জন্য শতরান পাননি। আর তৃতীয় দিন ১৩৪ রান করেন রাচীন রবীন্দ্র।

 

 

আর টিম সাউদি করেন ৬৫ রান। রীতিমতো মারকুটে মেজাজে তিনি খেলেন। এদিন সকাল থেকে টপাটপ উইকেট পড়ছিল কিউয়িদের। ২৩৩ রানে পড়ে গিয়েছিল সাত উইকেট। ম্যাচে ফেরার আশায় ছিল ভারত। পরপর আউট হন ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস ও ম্যাট হেনরি। কিন্তু রাচীন–সাউদির জুটি ভারতের ম্যাচে ফেরার আশায় জল ঢেলে দেয়।