আজকাল ওয়েবডেস্ক: রবিবারের এল ক্লাসিকোর আগে বাজার গরম করে দিয়েছিলেন একা লামিন ইয়ামাল। এতদিন ধরে রোনাল্ডিনহো, মেসি, ইনিয়েস্তার মতো তারকারা যা করার সাহস পাননি মাত্র ১৮ বছর বয়সে ইয়ামাল মাদ্রিদের নামে যা নয় তাই বলে বেড়ালেন। এমনও হয়েছে রোনাল্ডিনহো, ইনিয়েস্তার মতো তারকারা বার্নাবাউতে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছেন।
দুই ক্লাবের মধ্যে যত বড়ই রাইভ্যালরি থাকুক না কেন এরকম না অসম্মান কেউ করেনি। ইয়ামাল মাদ্রিদকে ‘চুরি’-র অপবাদ দেওয়ার পর থেকেই হাওয়া গরম। ম্যাচে স্প্যানিশ তারকাকে দাঁড়াতে দিলেন না ফুটবলাররা। ম্যাচের পরেও কেউ ছেড়ে কথা বললেন না। পুরো সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামের ক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি।
আরও পড়ুন: হারানো সম্ভব অস্ট্রেলিয়াকেও, ভারতকে নিয়ে ভয় রয়েছে ওদেরও, অজিদের সতর্ক করলেন মিতালী
সামাজিক যোগাযোগমাধ্যমের লাইভে ইয়ামাল মজার ছলে বলেছিলেন, ‘রিয়াল মাদ্রিদ সবসময় চুরি করে আর অভিযোগ জানায়।’ কিন্তু মুখে বেশি কথা বললেও কাজের বেলার কিছুই করতে পারলেন লামিন। ম্যাচের শেষে মাদ্রিদ অধিনায়ক ড্যানি কার্ভাহাল ও তাঁর সতীর্থরা ইয়ামালের দিকে তেড়ে যান। ম্যাচে তর্কাতর্কির সৃষ্টি হয়, পরিস্থিতি গরম হয়।
এহেন লামিন ইয়ামাল বিলাসবহুল বাড়ি কিনতে চলেছেন বলে খবর। বার্সেলোনার প্রাক্তন তারকা জেরার্ড পিকের প্রায় ২০০ কোটি টাকার বাড়ি কিনতে পারেন তিনি।
বার্সার অভিজাত এলাকার ৩ হাজার ৮০০ স্কোয়ার মিটারের বাড়িটি ২০১২ সালে নির্মিত হয়। সেই বাড়িটিই এবার কিনবেন ইয়ামাল। এই বাড়িতে রয়েছে ৬টি বেডরুম, একটি ইনডোর ও একটি আউটডোর সুইমিং পুল, একটি টেনিস কোর্ট, একটি জিম ও একটি স্টুডিও।
এদিকে ইয়ামাল এল ক্লাসিকো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। লামিনের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বার্সা সমর্থকরাই। তাদের মতে, লামিনের এই আচরণ দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। বার্সেলোনার সহকারী কোচ মার্কাস সর্গ আগেভাগেই জানিয়েছিলেন দর্শকদের চাপ ইয়ামালের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।
মাদ্রিদও চাপে রাখার জন্য বার্নাবাউয়ের ছাদ বন্ধ করে দিয়েছিল। ইয়ামালের ছোট্ট কেরিয়ারে এমন প্রতিকূল অভিজ্ঞতা খুব একটা আসেনি। গত বছর স্পেনের হয়ে ইউরো ২০২৪ জেতার পর বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে বড় ভূমিকা রাখেন তিনি, এমনকি ব্যালন ডি’অর ভোটিংয়ে দ্বিতীয় স্থানও পান।
আরও পড়ুন:এল ক্লাসিকো জিতে রিয়াল শিবিরে অসন্তোষ, দল ছাড়ার ইঙ্গিত ভিনির ...
