আজকাল ওয়েবডেস্ক: কুশল পেরেরার অনবদ্য শতরানে ১৭ বছর পর নিউজিল্যান্ডের মাঠে জয়ের মুখ দেখল শ্রীলঙ্কা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে।
২০০৬ সালের পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নিউজিল্যান্ডের মাঠে জয়ের মুখ দেখল শ্রীলঙ্কা। যার কারিগর কুশল পেরেরা। যদিও তিন ম্যাচের সিরিজ জিতল নিউজিল্যান্ডই ২–১ ব্যবধানে। বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ম্যাচে কুশল পেরেরার ৪৬ বলে ১০১ রানের সুবাদে শ্রীলঙ্কা তুলেছিল ২১৮/৫। জবাবে টানটান উত্তেজনার ম্যাচে কিউয়িরা থেমে যায় ২১১/৭ রানে। ড্যারিল মিচেল করেন ৩৯ বলে ৬৯।
কুশল পেরেরা এদিন একটি রেকর্ডও করেছেন। শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে টি২০ আন্তর্জাতিকে দ্রুততম শতরান করার নজির গড়েছেন তিনি। এদিন ৪৪ বলে শতরান করেন পেরেরা। এছাড়া শ্রীলঙ্কান ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ৫০ প্লাস করার রেকর্ডও করেছেন তিনি। পেরেরা করেছেন ১৬ বার ৫০ প্লাস রান। টপকেছেন কুশল মেন্ডিসকে।
পেরেরার ইনিংসে এদিন ছিল ১৩টি চার ও চারটি ছয়। টি২০ আন্তর্জাতিকে এটিই কুশল পেরেরার প্রথম শতরান।
