আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামে প্রথম ক্রিকেটার কিনল কলকাতা নাইট রাইডার্স। তবে পুরনো ক্রিকেটারকে দলে ফেরাতেই প্রায় অর্ধেক টাকা খরচ করে ফেলল কেকেআর। ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে কিনল কেকেআর। 

 

 

এদিন নিলামে ৫১ কোটি টাকা নিয়ে নিলামে বসেছিল কলকাতা। আগের বছর যে বাজেটে মিচ স্টার্ককে কেকেআর কিনেছিল সেই বাজেটে তাঁকে দলে নেয়। কিন্তু বিড করে প্রথম ক্রিকেটার কিনল তাঁরা। আর প্রথম বিডেই বড় চমক। ভেঙ্কটেশ আইয়ারের দাম যে এতটা উঠবে কেউই ভাবতে পারেননি। কলকাতার সঙ্গে ভেঙ্কটেশ গত কয়েক বছর ধরেই আছেন। বলা ভাল, কেকেআরে ভাল পারফরম্যান্স করেই তাঁর জাতীয় দলে জায়গা পাওয়া। চোটের সময়ও তাঁকে ছাড়েনি কলকাতা।

 

 

 

গত বছর আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভেঙ্কি। আইপিএল ফাইনালেও অর্ধশতরান করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। সেই ভেঙ্কটেশকে এবার রিটেন না করলেও নিলামে তাঁর জন্য ঝাঁপান বেঙ্কি মাইসোররা। বড় বিড হলেও থামেননি। অবেশেষে ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশকে কিনল কেকেআর।

 

 

রিটেন তালিকায় নাম না দেখে প্রায় কেঁদেই ফেলেছিলেন ভেঙ্কটেশ। এবার ফের দলে যোগ দিয়ে খুশি দেখাল তাঁকে। সম্প্রচারকারী চ্যানেলের এক সাক্ষাৎকারে ভেঙ্কি জানিয়েছেন, আমি আজ যে পর্যায়ে খেলছি সেটা কলকাতার জন্যই। কেকেআরে নতুন ক্রিকেটার হোক কী পুরনো সবাই নিজের মতামত রাখার সুযোগ পায়। সেটা একটা ক্রিকেটারের কাছে অনেক কিছু। নিজের মন মত ক্রিকেট খেলতে পারি। এবার আমাদের লক্ষ্য হবে চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করা।