আজকাল ওয়েবডেস্ক: চতুর্থ টেস্টে একাধিক রেকর্ডের হাতছানি ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের সামনে। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে জো রুটের। তেমনই রবীন্দ্র জাদেজার সামনে সুযোগ আছে স্যার গ্যারি সোবার্সের এলিট তালিকায় প্রবেশ করার। এবার আরও এক ভারতীয় তারকার নয়া নজিরের হাতছানি। তিনিও প্রবেশ করতে পারেন এলিট ক্লাবে। ভারতীয় ব্যাটার যারা ইংল্যান্ডের মাটিতে ১০০০ বা তার বেশি রান করেছে, সেই তালিকায় স্থান পেতে পারেন কেএল রাহুল। ইংরেজদের ঘরের মাঠে ১২ টেস্ট ২৪ ইনিংসে ৯৮৯ রান রাহুলের। গড় ৪১.২০। তারমধ্যে রয়েছে চারটে শতরান এবং দুটো অর্ধশতরান। সর্বোচ্চ রান ১৪৯। 

ইংল্যান্ডের মাটিতে মাত্র তিনজন ভারতীয় ১০০০ রানের গণ্ডি পেরোতে সক্ষম হয়েছেন। এই তালিকায় রয়েছেন সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়। তারমধ্যে এক নম্বরে মাস্টার ব্লাস্টার। ১৭ টেস্টে তাঁর রান ১৫৭৫। গড় ৫৪.৩১। দ্বিতীয় স্থানে দ্রাবিড়। ১৩ টেস্টে তিনি করেন ১৩৭৬ রান। গড় ৬৮.৮০। তৃতীয় স্থানে সানি। ১৬ টেস্টে তাঁর রান ১১৫২। গড় ৪১.১৪। চলতি সিরিজে ভাল ফর্মে আছেন রাহুল। তিন টেস্টে ৩৭৫ রান করে ফেলেছেন। গড় ৬২.৫০। তাতে রয়েছে দুটো শতরান এবং একটি অর্ধশতরান। সর্বোচ্চ রান ১৩৭। সিরিজে সর্বোচ্চ রানের তালিকায় চার নম্বরে রাহুল। তৃতীয় টেস্টে লর্ডসে নিজের দ্বিতীয় শতরান করা সত্ত্বেও হারতে হয় দলকে। ইংল্যান্ডে ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইবেন তিনি। ম্যাঞ্চেস্টারে জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া রাহুলরা‌। 

ভারতীয় দল ইংল্যান্ড পাড়ি দেওয়ার আগেই চলে যান তারকা ক্রিকেটার। একটি বেসরকারি টেস্টে অংশ নেন। বর্ডার-গাভাসকর সিরিজের ক্ষেত্রেও তেমনই করেছিলেন রাহুল। এবারও তার ফল পান। ইংল্যান্ড লায়ন্সদের বিরুদ্ধে বেসরকারি টেস্টে ওপেন করতে নেমে শতরান পান। যার ফলে দখল করে নেন ওপেনিং স্পট। প্রথম টেস্ট থেকেই যশস্বী জয়েসওয়ালের সঙ্গে ওপেন করছেন রাহুল। প্রত্যেক ম্যাচে তাঁর ব্যাটে ভর করে শুরুটা ভাল করছে ভারতীয় দল। যা দলের ভীত গড়ে দিচ্ছে। লর্ডসে তাঁর শতরান কাজে লাগেনি। ওল্ড ট্র্যাফোর্ডে দলের স্বার্থে আরও একটি ভাল ইনিংস উপহার দিতে মরিয়া থাকবেন রাহুল।