আজকাল ওয়েবডেস্ক: গতবারের চ্যাম্পিয়নরা এবার একেবারে বে–রঙিন। নয় ম্যাচ খেলে জয় মাত্র তিনটিতে। একটি বৃষ্টির জন্য ভেস্তে গেছে। মাত্র সাত পয়েন্ট নিয়ে কেকেআর আছে সাত নম্বরে। প্লে–অফের সম্ভাবনা ক্রমশ কমছে। পেসার হর্ষিত রানা স্বয়ং বলেছেন, এবার দলে সেই চার্মটাই যেন নেই। যা গতবার গৌতম গম্ভীর জমানায় ছিল। এই পরিস্থিতিতে প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
অভিযোগ, একাধিক ক্রিকেটার নাকি কোচের ভূমিকায় খুশি নন।
এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলের এক বিদেশি ক্রিকেটারের কর্মকাণ্ডে নাকি খুশি হতে পারেননি পণ্ডিত। কারণ ওই ক্রিকেটার নাকি বিপক্ষ দলের ক্রিকেটারের সঙ্গে ডিনার করতে গিয়েছিলেন। যদিও ঘটনা এটাই যে ওই দুই ক্রিকেটারই জাতীয় দলে একসঙ্গে খেলেন। যদিও এই অভিযোগ একেবারেই মানতে চাননি পণ্ডিত।
গৌতম গম্ভীর চলে যাওয়ার পর সাপোর্ট স্টাফে বদল করতে হয়েছে নাইটদের। এমনকী গম্ভীর নিয়ে চলে গিয়েছিলেন অভিষেক নায়ারকেও। কিন্তু নায়ারকে বোর্ড সরিয়ে দিতেই ফের কেকেআর তাঁকে নিয়ে আসে। তিনি ফিরে আসার পর ক্রিকেটারদের সঙ্গে মিলেমিশে কাজটা করার চেষ্টা করছেন।
গতবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর একাধিক ক্রিকেটার প্রকাশ্যে গম্ভীর ও নায়ারের প্রশংসা করেছিলেন। কিন্তু কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের আলাদা করে প্রশংসা করতে কোনও ক্রিকেটারকে দেখা যায়নি।
এখন দল ব্যর্থ হওয়ায় ফের পণ্ডিতকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, পণ্ডিতের কোচিংয়েই ২০২২ সালে প্রথমবার রঞ্জি জিতেছিল মধ্যপ্রদেশ।
