আজকাল ওয়েবডেস্ক: গোয়ালিয়রে প্রথম ম্যাচে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছে ভারত। মাত্র ১১.৫ ওভারে ১২৮ রান তাড়া করে জেতে সূর্যকুমার যাদবরা। দেশের জার্সিতে অভিষেক হয় মায়াঙ্ক যাদব এবং নীতিশ কুমার রেড্ডির। প্রথমজন হাতেখড়িতে উইকেট পেলেও, দ্বিতীয় জন অত্যধিক রান দিয়ে বসেন। ব্যাট হাতেও আইপিএলের ফর্মে দেখা যায়নি তাঁকে। দিল্লিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে দু'জনকেই বসিয়ে দেওয়া হতে পারে। ৭ উইকেটে জিতে ১-০ তে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। বুধবার সিরিজ জয়ের লক্ষ্যে নামবেন সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়ারা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দুই দেশের মোট ১৫ বার সাক্ষাৎ হয়েছে। তারমধ্যে ১৪ বার জিতেছে ভারত। শেষ পাঁচবার জিতেছে ভারতীয় দল। সুতরাং, পরিসংখ্যান এবং ফর্মের বিচারে ধরেই নেওয়া যায় সিরিজ সূর্যদের হাতের মুঠোয়। তাই এদিন দলে কয়েকটা পরিবর্তন করা হতে পারে। 

মায়াঙ্ক এবং নীতিশের জায়গায় সুযোগ পেতে পারেন তিলক বর্মা ও হরষিত রানা। ভারতের জার্সিতে টি-২০ তে অভিষেক হতে পারে কেকেআরের পেসারের। সম্প্রতি মায়াঙ্কের ওয়ার্কলোড নিয়ে চিন্তা প্রকাশ করেন সূর্যকুমার। সদ্য চোট থেকে ফিরেছেন। সেই কথা মাথায় রেখেই তরুণ পেসারকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে ভারতের প্রাক্তন পেসার আরপি সিং মনে করেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ক্ষেত্রে কম ম্যাচ খেলার থেকে জিমে কম সময় কাটানো জরুরি। চোট সারিয়ে ফিরে খারাপ বল করেননি মায়াঙ্ক।‌ তাই তাঁকে বসিয়ে দেওয়ার পক্ষে নয় প্রাক্তন পেসার। শেষপর্যন্ত মায়াঙ্ক খেলবেন, না হরষিতের অভিষেক হবে, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। তবে ব্যাটিং লাইন আপে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। বাকি দল একই থাকবে। রান না পেলেও ওপেন করবে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন জুটিই।