আজকাল ওয়েবডেস্ক: চলতি মরশুমের শেষে ম্যাঞ্চেস্টার সিটি ছাড়ছেন বেলজিয়ান তারকা কেভিন ডে ব্রুইন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক আবেগঘন বার্তায় বেলজিয়ান তারকা লেখেন, ‘প্রত্যেক গল্পেরই শেষ থাকে, কিন্তু এটা নিঃসন্দেহে আমার জীবনের সেরা অধ্যায়’। ২০১৫ সালে জার্মান ক্লাব উল্ফসবার্গ থেকে ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেন ডে ব্রুইন। এরপর থেকে ক্লাবটির অন্যতম স্তম্ভ হয়ে ওঠেন তিনি। তাঁর নেতৃত্বে সিটি ছ’টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। ডি ব্রুইন লেখেন, ‘ফুটবল আমাকে এই শহরে, এই ক্লাবে এনেছে।

 

আমি কেবল স্বপ্ন পূরণের পথে ছুটেছিলাম, জানতাম না এই সময়টা আমার জীবনটাই বদলে দেবে। এই শহর, এই ক্লাব, এই মানুষগুলো আমাকে সবকিছু দিয়েছে। আমিও সবকিছু উজাড় করে দিয়েছি’। পরিসংখ্যান বলছে, প্রিমিয়ার লিগে তিনি ১১৮টি অ্যাসিস্ট করে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৯/২০ ও ২০২০/২১ মরশুমে টানা দুবার ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার পান। তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে জুনের শেষে। তবে ১৪ জুন ১৪ থেকে ১৩ জুলাই ১৩ পর্যন্ত ক্লাব বিশ্বকাপ চলবে। সেখানে তিনি সিটির হয়ে খেলবেন কিনা তা এখনও অনিশ্চিত। সোশ্যাল মিডিয়ায় পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘শেষ মুহূর্তগুলো একসঙ্গে উপভোগ করি’।