আজকাল ওয়েবডেস্ক: মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ দায়ের করল কেরল ব্লাস্টার্স। সাদা কালোর সমর্থকদের বিরুদ্ধেও সোমবার আইএসএল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছে তাঁরা। যার ফলে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে মহমেডান স্পোর্টিংকে। বড় জরিমানা অবধারিত। পাশাপাশি আরও কড়া শাস্তি হতে পারে। ঘরের মাঠে পরের ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে। রবিবার রাতে কিশোর ভারতী স্টেডিয়ামে সমর্থকদের তাণ্ডবে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি। ম্যাচ শেষে মহমেডানকে ন্যায্য পেনাল্টি না দাওয়ায় ক্ষেপে যায় সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাঠে বোতল, ইঁট-পাটকেল ছোড়া হয়। কেরল ব্লাস্টার্সের একদল সমর্থক মাঠে উপস্থিত ছিল। তাঁদেরও আক্রমণ করে মহমেডান সাপোর্টাররা। তাঁদের উদ্দেশেও বোতল ছোড়া হয়। সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। দর্শকদের শান্ত হওয়ার অনুরোধ জানায় অধিনায়ক সামাদ আলি মল্লিক।
কেরল ব্লাস্টার্স তাঁদের সোশ্যাল মিডিয়ায় লেখে, 'কলকাতায় মহমেডানের বিরুদ্ধে ম্যাচে আমাদের ফ্যানদের আক্রমণ করা হয়েছে। এই নিয়ে কেরল ব্লাস্টার্স এফসি উদ্বিগ্ন। সাপোর্টাররা আমাদের ক্লাবের গুরুত্বপূর্ণ অঙ্গ। সেটা হোম হোক কী অ্যাওয়ে। আমরা মহমেডানের কর্তাদের সঙ্গে কথা বলেছি। আমরা আইএসএল কর্তৃপক্ষকেও বিষয়টা জানিয়েছি।' এখনও পর্যত আইএসএলের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। ২৬ অক্টোবর মহমেডানের পরের ম্যাচ ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে।
