আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার কর্ণাটক হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং হেড নিখিল সোসালে। এছাড়াও ছাড়া পেলেন ডিএনএ এন্টারটেনমেন্ট নেটওয়ার্কস প্রাইভেটের আরও তিনজন। আইনজীবী এসআর কৃষ্ণকুমার নিখিল সোসালে, সুনীল ম্যাথিউ, কিরণ কুমার এস এবং শামন্ত এনপি মাভিনাকেরের জামিন মঞ্জুর করেন। তবে চারজনের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। আরসিবির আইপিএল জয় সেলিব্রেশনের দিন পদপিষ্টের ঘটনা ঘটে। গ্রেপ্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন অভিযুক্ত। বুধবার তার শুনানি হয়। সিনিয়র আইনজীবী সন্দেশ চৌটা জানান, কর্মীদের টার্গেট করতে পারে না পুলিশ। যখন এফআইআর ফ্র্যাঞ্চাইজির নামে আছে। 

সরকারের আইনজীবী পাল্টা দাবি করেন, এই সেলিব্রেশনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেয়নি ফ্র্যাঞ্চাইজি।‌ আরসিবির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘোষণার পর মুছে ফেলা হয়। ৪ জুন আরসিবির সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত তুলে ধরা হয়। সকাল ৭.০১ মিনিটে বিধান সৌদা থেকে চিন্নস্বামী স্টেডিয়াম পর্যন্ত বিজয় প্যারেডের কথা জানানো হয়। সরকারের আইনজীবী বলেন, 'আরসিবির ২৮ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। তাঁরা গোটা বিশ্বকে আহ্বান জানায়। কিন্তু প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়নি।' সকাল ৮টার সময় আরও একটা টুইট করা হয় ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। যেখানে সমর্থকদের মাঠ ভরানোর অনুরোধ করা হয়। টিকিট সংক্রান্ত কোনও তথ্য দেওয়া হয়নি। ৮.৫৫ তে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেও বিস্তারিত কিছু বলা হয়নি। সরকারের আইনজীবী দাবি করেন, পরের দিন সকালের বিমানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন সোসালে। ৬ জুন বিকেল সাড়ে চারটেয় তাঁকে গ্রেপ্তার করা হয়। পুরো টাইমলাইন কোর্টে তুলে ধরা হয়। জামিন মুক্তি পেলেও, চারজনের পাসপোর্ট আটকে রাখা হয়েছে। অর্থাৎ, দেশ ছাড়তে পারবেন না তাঁরা।