আজকাল ওয়েবডেস্ক: লর্ডসে অনন্য নজির কাগিসো রাবাডার। আইকনিক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন গ্রিনিজের পাশে নিজের নাম লেখালেন প্রোটিয়া পেসার। ১৪১ বছরের ইতিহাসে দ্বিতীয় প্লেয়ার হিসেবে এই নজির গড়লেন রাবাডা। হোম এবং অ্যাওয়ে ড্রেসিংরুমের বোর্ডে নাম উঠল তাঁর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই নজির গড়েন। প্রথম ইনিংসে ৫১ রানে ৫ উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নেন। তাঁর এই দাপুটে পারফরম্যান্সে ম্যাচে টিকে থাকে দক্ষিণ আফ্রিকা। 

লর্ডসের নিয়ম অনুযায়ী, টেস্ট ক্রিকেটে কেউ শতরান করলে, বা পাঁচ উইকেট নিলে, স্বর্ণাক্ষরে তাঁদের নাম লর্ডসের বিখ্যাত স্বীকৃতি বোর্ডে লেখা থাকে। এর আগে এই তালিকায় ছিলেন গর্ডন গ্রিনিজ। ১৯৮৪ এবং ১৯৮৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৪ এবং ১০৩ রান করেন। ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ায় আগে থেকেই অ্যাওয়ে বোর্ডে ছিলেন রাবাডা। কিন্তু এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হোম ড্রেসিংরুম দেওয়া হয়। প্রথম ইনিংসে ৫ উইকেট স্বীকৃতি বোর্ডে তাঁর নাম তুলেছে। আপাতত ব্যাটিং টেপ দিয়ে নাম তোলা হয়েছে। পরে স্বর্ণাক্ষরে লেখা হবে।