আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দলের ঘোষণা হল বৃহস্পতিবার। আর দলে বঙ্গতারকা অভিমন্যু ঈশ্বরণের জায়গা না হওয়ায় বোর্ডের সিলেকশন কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সমর্থকরা। বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণকে আরও অপেক্ষা করতে হবে অভিষেকের জন্য। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের দলে থাকা সত্ত্বেও এই সিরিজে তাঁকে রাখা হয়নি। জানা গিয়েছে, ইংল্যান্ড সফরে অভিমন্যুকে কোচ গম্ভীর বলেছিলেন, তাঁকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে। এবারও জায়গা না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। এদিন প্রেস কনফারেন্সে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন।
দলে ঈশ্বরণের পরিবর্তে সুযোগ পেয়েছেন দেবদূত পাডিক্কল। এই সিদ্ধান্তকে ঘিরেই তীব্র সমালোচনায় সরব হয়েছেন ভক্তরা। তাঁদের দাবি, টানা তিন মরশুম ধরে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করা এক ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়া একেবারেই অন্যায়। তবে আগরকর জানিয়েছেন, ঈশ্বরণের বাদ পড়া শুধুমাত্র কৌশলগত সিদ্ধান্ত। তাঁর কথায়, ‘আমাদের দলে ইতিমধ্যেই কেএল রাহুল আর যশস্বী জয়সওয়াল রয়েছে। তাই আলাদা করে বাড়তি ওপেনারের দরকার হয়নি। বিদেশ সফরে সাধারণত ১৬-১৭ জন নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে একজন অতিরিক্ত ওপেনার রাখা যায়। কিন্তু এখানে আমরা মাত্র ১৫ জন নিতে পারি। তাই বাড়তি অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেলকে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এর মধ্যে অন্য কিছু নেই। কেএল আর জয়সওয়াল ভালো খেলছে। তাই তৃতীয় ওপেনার রাখার দরকার হয়নি। প্রয়োজনে ঈশ্বরণকে ডেকে পাঠানো যেতে পারে।’ ১৫ জনের দলে আছেন: শুভমান গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ–অধিনায়ক), লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশন (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা এবং কুলদীপ যাদব। দলে জায়গা হয়নি করুণ নায়ারেরও। আট বছর পর টেস্ট দলে ফিরলেও ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স আশানুরূপ ছিল না।
প্রসঙ্গত, শেষ বার ১৯৮৩ সালে ভারতে এসে টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার অধিনায়ক ছিলেন ক্লাইভ লয়েড। ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৩-০ ব্যবধানে। ভারত চারটি টেস্ট সিরিজ জিতেছে তার পর। ১৯৮৭ এবং ১৯৯৪ সিরিজ ড্র হয়েছিল। ২০১৩ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে অবসর নিয়েছিলেন শচীন রমেশ তেন্ডুলকার।
ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে। নেতৃত্ব দেবেন রস্টন চেজ। বাকি সদস্যরা হলেন জোমেল ওয়ারিকান (সহ–অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, অ্যালিক অ্যাথানেজ, জন ক্যাম্পবেল, তেজনারাইন চন্দ্রপাল, জাস্টিন গ্রিভস, শাই হোপ, টেভিন ইলমাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়ের এবং জেডেন সিলস।
