আজকাল ওয়েবডেস্ক: অ্যালিস্টার কুককে টপকে গেলেন জো রুট। টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন জো রুট। মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে আগেই মাইলফলক স্পর্শ করেছিলেন রুট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৫০০০ রান পূর্ণ করেছেন তিনি এদিন। দ্বিতীয় রেকর্ডটিও এদিন করে ফেলেন রুট। এদিন ইংল্যান্ড ইনিংসের ৪২ তম ওভারে এই রেকর্ড স্পর্শ করেন রুট।
১৬১ টেস্টে ১২,৪৭২ রান করেছিলেন কুক। তার মধ্যে রয়েছে ৩৩ শতরান ও ৫৭ অর্ধশতরান। তিনি ২০১৮ সালে অবসর নেন। আর রুট টপকে গেলেন কুককে নিজের ১৪৭ টেস্টে (২৬৮ ইনিংসে)। টেস্টে এই মুহূর্তে তিনি পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। তার আগে আছেন রাহুল দ্রাবিড়, জাক কালিস, রিকি পন্টিং। আর সবার উপরে শচীন তেন্ডুলকার।
প্রসঙ্গত, শচীন টেস্টে করেছেন ১৫,৯২১ রান। পন্টিং করেছেন ১৩,৩৭৮ রান। কালিস করেছেন ১৩,২৮৯ রান। আর দ্রাবিড় করেছেন ১৩,২৮৮ রান।
