আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি সিরিজে ভারতের হাতে বিধ্বস্ত হতে হয়েছে ইংল্যান্ডকে। এবার ওয়ানডে সিরিজের বল গড়াবে। প্রথম ম্যাচ বৃহস্পতিবার। 

জো রুটের অন্তর্ভুক্তিতে শক্তি বাড়ছে ইংল্যান্ডের। এ কথা বলাই বাহুল্য। প্রায় ১৫ মাস পরে ওয়ানডে ফরম্যাটে নামছেন জো রুট। 
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় ব্যাটারদের সামনে দাঁড়াতেই পারেনি ইংরেজ বোলাররা। তবে ওয়ানডে আর টি-টোয়েন্টি এক নয়। 

তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে ইংল্যান্ড। জোফ্রা আর্চার ও ব্রাইডন কার্সের সঙ্গে সুযোগ পেয়েছেন শাকিব আহমেদ। স্পিনার আদিল রাশিদ। 

রুট ভারতের মাটিতেই শেষ বার ওয়ানডে খেলেছেন। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের সেই ম্যাচ ছিল ইডেনে। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই কারণেই রুটকে দলে ফেরানো হয়েছে। 

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলছেন, যে কোনও ধরনের ফরম্যাটে রুট সেরাদের একজন। ওর উপস্থিতি আমাদের আরও আত্মবিশ্বাসী করবে। 

অধিনায়ক স্বয়ং এক বছরের বেশি সময় ওয়ানডে খেলেননি। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষ বার খেলেছেন বাটলার। ওয়ানডেতে নতুন পরীক্ষা, নতুন চ্যালেঞ্জ। রুট-বাটলার কী করেন, সেটাই দেখার।