আজকাল ওয়েবডেস্ক: বুধবার ইডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচের দিন উদ্বোধন হল ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ড। খেলা শুরুর আগে ক্রিকেটের নন্দনকানন আরও একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল। ঝুলনের নামে স্ট্যান্ডের উদ্বোধন করলেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। ইডেনের 'বি' ব্লকের একটি স্ট্যান্ডের নামকরণ হল ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের নামে। এর পাশাপাশি কর্নেল এনজে নায়ারের নামেও স্ট্যান্ডের উদ্বোধন হয়। উদ্বোধনের পর স্নেহাশিস গাঙ্গুলি বলেন, 'সিএবির পক্ষ থেকে আমি ঝুলন গোস্বামী এবং কর্নেল এনজে নায়ারের নামে স্ট্যান্ডের উদ্বোধন করলাম। এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।' ঝুলন ছাড়াও সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সচিব নরেশ ওঝা, সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী কর্নেল নায়ারের ছেলে শিভান নায়ার, লেফট্যানেন্ট জেনারেল আরসি শ্রীকান্ত, ব্রিগেডিয়ার অজয় কুমার দাস এবং সিএবির অন্যান্য কর্তারা।

বিশ্বের অন্যান্য মহিলা ক্রিকেটারদের নামে গেট থাকলেও, স্ট্যান্ড নেই। সুতরাং, এক্ষেত্রে সিএবি পথপ্রদর্শক। এদিন ইডেনের বেল বাজিয়ে ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচের সূচনা করেন ঝুলন। কয়েকদিন আগেই তাঁর নামের স্ট্যান্ডের আনুষ্ঠানিক ঘোষণা করে সিএবি। ইডেন থেকেই ঝুলনের উত্থান। সেই মাঠেই নিজের নামে স্ট্যান্ড, যেন বিশ্বাসই হচ্ছিল না তারকা ক্রিকেটারের। সেদিন ঝুলন বলেন, 'আমি স্বপ্নেও ভাবিনি ইডেনে আমার নামে স্ট্যান্ড হবে। বিশ্বে কয়েকটা জায়গায় মহিলা ক্রিকেটারদের নামে গেট আছে। মনে হয় স্ট্যান্ড নেই। এটাই প্রথম। সৌরভ গাঙ্গুলিকে আদর্শ মেনে বড় হয়েছি। তাঁর সামনে এই ঘোষণায় অত্যন্ত গর্ব অনুভব করছি।' এই সম্মানের জন্য সিএবিকে ধন্যবাদ জানান ঝুলন।