আজকাল ওয়েবডেস্ক: আইসিসি চেয়ারম্যানের পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। যার ফলে বিসিসিআইয়ের সচিব পদ এবং এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতির পদ তাঁকে ছাড়তে হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডে এখনও তাঁর উত্তরসূরি খোঁজা হয়নি। তবে এসিসি খুঁজে নিল জয় শাহের বিকল্প। এশিয়া ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি হলেন শাম্মি সিলভা। এর আগে অর্থ এবং বিপণন দপ্তরের চেয়ারম্যান হিসেবে কাজ করতেন তিনি। এবার তাঁকে প্রমোশন দেওয়া হল। আবারও উপেক্ষা করা হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভিকে। 

নতুন দায়িত্ব পেয়েই বিদায়ী সভাপতি জয় শাহের প্রশংসা করেন এসিসির নতুন প্রধান। শাম্মি বলেন, 'এসিসির সভাপতি হতে পেরে সম্মানিত। এশিয়ার হার্টবিট ক্রিকেট। ক্রিকেটের উন্নতিতে সবার সঙ্গে একসঙ্গে মিলে কাজ করতে চাই। ভবিষ্যতের প্রতিভা তুলে আনতে চাই। জয় শাহের নেতৃত্বে এসিসি অনেক মাইলস্টোন ছুঁয়েছে। ২০২৪ থেকে ২০৩১ এশিয়া কাপের জন্য সর্বোচ্চ দামে সম্প্রচারস্বত্ব বিক্রি করেছে। এবার এশিয়ার ক্রিকেটকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।' পরের বছরের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব থাকবে শাম্মির কাঁধেই।