আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ টেস্ট দরজায় কড়া নাড়ছে। কিন্তু লাল বলের ক্রিকেটে নেই সূর্যকুমার যাদব। শনিবার নিজের ৩৪তম জন্মদিন পালন করছেন ভারতের টি-২০ দলের অধিনায়ক। স্কাইকে জন্মদিনের অভিনন্দন জানলেন বোর্ড সচিব জয় শাহ। তিনি চান, টি-২০ দলের নেতা হিসেবে ভারতকে আরও জয় এনে দিক সূর্য। জয় শাহ বলেন, 'আমাদের টি-২০ অধিনায়ক এবং ব্যাট হাতে মিস্টার ৩৬০ ডিগ্রিকে জন্মদিনের শুভেচ্ছা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মেন ইন ব্লুকে আরও জয় এনে দাও। আমি সেটা দেখার অপেক্ষায়। আগামী বছরের জন্য শুভেচ্ছা।' নিজের এক্স হ্যান্ডেলে এমনই বার্তা দেন বোর্ড সচিব।
দীর্ঘদিন টি-২০ ব্যাটারদের তালিকায় একনম্বর স্থানে রয়েছেন সূর্যকুমার। বাউন্ডারি লাইনে ডেভিড মিলারের ক্যাচ ধরে ভারতকে টি-২০ বিশ্বকাপ এনে দেন। কাটে ১১ বছরের খরা। নিজের ইনস্টাগ্রামে সূর্যর উদ্দেশে আবেগপ্রবণ বার্তা পোস্ট করেন তাঁর স্ত্রী দেবিশা শেট্টি। তিনি লেখেন, 'আমার প্রিয় বন্ধু, স্বামী, প্রেমিক, আমার পৃথিবী এবং আমার জীবনের সেরা সিদ্ধান্তকে জন্মদিনের শুভেচ্ছা। প্রতিটা দিনের জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে ছাড়া আমি কী করতাম জানি না। তোমাকে ভালবাসি, এবং সারাজীবন বাসব।' ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর টি-২০ তে নিজের জায়গা পাকা করে নেন সূর্যকুমার। বর্তমানে এই ফরম্যাটে সেরা ব্যাটার। তবে একদিনের ক্রিকেট এবং টেস্টে তাঁর কেরিয়ার তেমন উচ্চতায় পৌঁছয়নি। বুচি বাবুতে খেলার সময় হাতে চোট পান সূর্য। যার ফলে দলীপ ট্রফিতে খেলতে পারেননি। তবে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলবেন।
