আজকাল ওয়েবডেস্ক: মাঠে ফিরেই ছন্দে জসপ্রীত বুমরা। হায়দরাবাদের বিরুদ্ধেও সেই আঁটোসাঁটো বোলিং। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়েছেন। হেনরিখ ক্লাসেনকে বোল্ড করে দিয়েছেন। মুম্বই চার উইকেটে ম্যাচ জিতে গিয়েছে।
এদিকে, হেনরিখ ক্লাসেনকে বুমরা বোল্ড করতেই গ্যালারিতে উচ্ছ্বাসে মেতে ওঠেন বুমরার স্ত্রী ও সন্তান। হায়দরাবাদের ইনিংসের সময় ১৯ তম ওভারটি করতে এসেছিলেন বুমরা। লোয়ার ফুলটস বলটি মিস করেন ক্লাসেন। বলের গতি ছিল বেশি।
বুমরা উইকেট পেতেই আনন্দে মেতে ওঠে গ্যালারি। দেখা যায় বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন ছেলে অঙ্গদকে কোলে নিয়ে মাঠে বসে রয়েছেন। বুমরা উইকেট পেতেই ছেলের দুই হাত তুলে আনন্দ করতে দেখা যায় সঞ্জনাকে।
এটা ঘটনা পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা ধীরে ধীরে ছন্দে ফিরছে। সাত ম্যাচে তিনটি জয়। চারটি হার। ৬ পয়েন্ট নিয়ে মুম্বই আছে সাত নম্বরে। কেকেআরের ঠিক পরে।
বৃহস্পতিবারের খেলায় মাত্র ১৬২ রানে হায়দরাবাদকে আটকে রেখেছিল মুম্বই। হেড মারতেই পারেননি। ২৮ রান করেন ২৯ বলে। অপর ওপেনার অভিষেক শর্মা করেন ৪০। সর্বোচ্চ ৩৭ করেন ক্লাসেন। জবাবে ১৮.১ ওভারেই জয়ের রান তুলে নেন হার্দিকরা। রায়ান রিকেলটন করেন ৩১। রোহিত শর্মার অবদান ২৬। উইল জ্যাকস করেন ৩৬। সঙ্গে নেন দুই উইকেট। সূর্য করেন ২৬। তিলক অপরাজিত থাকেন ২১ রানে। অধিনায়ক হার্দিকের ব্যাট থেকেও আসে ২১।
