আজকাল ওয়েবডেস্ক:‌ আরজি কর কাণ্ডে এবার মুখ খুললেন জসপ্রীত বুমরা। হাসপাতালের মধ্যে এক চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে শুধু শহর কলকাতা নয়, উত্তাল গোটা দেশ। সরব সকলে। বুমরাও চুপ থাকতে পারলেন না। তিনিও মেয়েদের লড়াইয়ের পাশে দাঁড়ালেন। সোশ্যাল মিডিয়ায় বুমরা বলেছেন, ‘‌মেয়েদের পথ বদল করতে বলবেন না, পরিবেশ বদল করুন। সকল মহিলাই ভাল পরিবেশের দাবিদার।’‌ 




বুমরার বার্তা সকলের মন ছুঁয়ে গেছে। এদিকে, বুমরা এখন রয়েছেন বিশ্রামে। আসন্ন বাংলাদেশ সিরিজেও তিনি সম্ভবত খেলবেন না। তিনি একেবারে ফিরবেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে। আর তাই বাংলাদেশ সিরিজে দলে ঢোকার জোর দাবিদার হয়ে উঠেছেন অর্শদীপ সিং ও খলিল আহমেদ। মূলত এই দুই পেসারের মধ্যে লড়াই চলছে। তবে পাল্লা ভারী অর্শদীপের। 
ভাবনায় বাঁহাতি পেসার যশ দয়ালও রয়েছেন। তবে লড়াই মূলত অর্শদীপ ও খলিলের মধ্যে। আসনে বিসিসিআই অস্ট্রেলিয়া সিরিজের জন্য বুমরাকে চাঙ্গা রাখতে চাইছে।