আজকাল ওয়েবডেস্ক:‌ লর্ডস টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। একটি বদল হয়েছে। জশ টংগের জায়গায় প্রথম একাদশে ফিরলেন জফ্রা আর্চার।


তবে ভারত এখনও প্রথম একাদশ ঘোষণা করেনি। ম্যাচের দিন সম্ভবত প্রথম একাদশ জানাবেন শুভমন গিলরা। তবে বুমরার প্রথম একাদশে ফেরা প্রায় নিশ্চিত। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য দ্বিতীয় টেস্টে খেলেননি বুমরা। তবে লর্ডস টেস্টে তিনি ফিরছেন বলাই যায়।


আর বুমরা ফিরলে বসতে হবে প্রসিধ কৃষ্ণাকে। লর্ডস টেস্টের জন্য ভারতের সম্ভাব্য একাদশ হতে চলেছে এরকম:‌ যশস্বী জয়েসওয়াল, লোকেশ রাহুল, করুণ নায়ার, শুভমন গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, আকাশদীপ, মহম্মদ সিরাজ।


এটা ঘটনা প্রথম দুই টেস্টে খেললেও কৃষ্ণা মোটেও প্রভাবিত করতে পারেননি ইংরেজ ব্যাটারদের। প্রথম টেস্টে দুই ইনিংসে পাঁচ উইকেট নিলেও রান দিয়েছেন ওভারপিছু ৬ এর বেশি। দ্বিতীয় টেস্টে নিয়েছেন মাত্র এক উইকেট। রান দিয়েছেন প্রচুর। তাই সম্ভবত কৃষ্ণাকেই বসানো হবে।


আকাশদীপ দ্বিতীয় টেস্টে ১০ উইকেট নেওয়ায় তাঁকে বসানোর প্রশ্নই নেই। আর মহম্মদ সিরাজও বার্মিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন। সিরাজ ও আকাশদীপ নতুন বলে যথেষ্ট ভাল পারফর্ম করেছিলেন। 


তবে জাদেজা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বড় রান করে ফেলায় কুলদীপকে হয়ত লর্ডস টেস্টেও থাকতে হবে প্রথম একাদশের বাইরে।