আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে একাই ভারতের বোলিং বিভাগকে কাঁধে করে টেনেছিলেন। ইংল্যান্ড সফরে সেই বুমরাহ হয়তো সহ অধিনায়কত্ব হারাতে চলেছেন। সিরিজে পাঁচটি টেস্ট ম্যাচ হয়তো খেলবেন না বুম বুম বুমরাহ।

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে এক সূত্র জানিয়েছে, ''পাঁচটা টেস্ট ম্যাচ খেলবে এরকম একজনকে আমরা চাই। তাঁর হাতেই তুলে দেওয়া হবে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব। বুমরাহ পাঁচটা টেস্ট ম্যাচ খেলবে না। তাই আমরা ভিন্ন ভিন্ন ম্যাচের জন্য ভিন্ন ভিন্ন ডেপুটি নিয়োগ করবো না। ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন পাঁচটা টেস্টই খেলুক এটাই চাইব আমরা।'' 

বুমরাহ সহ অধিনায়কত্ব না করলে কাকে দেওয়া হবে দায়িত্ব? একটি ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুভমান গিল ও ঋষভ পন্থ ভাইস ক্যাপ্টেন হওয়ার দৌড়ে রয়েছেন। 

উল্লেখ্য, পিঠের ব্যথায় কাবু বুমরাহর পক্ষে বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচে পাঁচ দিন মাঠে থাকা সম্ভব হয়নি। এই চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে পারেননি এই জোরে বোলার। আইপিএলের কয়েকটা ম্যাচ তিনি খেলেননি। বুমরাহ ফিরে এসেছেন আইপিএলে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটা ম্যাচ তিনি খেলবেন না। সেই কারণে তাঁকে আর সহ অধিনায়কত্ব দেওয়া হচ্ছে না।