আজকাল ওয়েবডেস্ক: ডুরান্ড কাপ ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে আইএসএলে দাপুটে শুরু করতে তৈরি হোসে মোলিনা। আগের বছর ঘরের মাঠে মুম্বই সিটি এফসির কাছে হেরেই আইএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি সবুজ মেরুন। যদিও লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান। অতীত ভুলে এবার নতুন উদ্যমে ঝাঁপাতে তৈরি। মোলিনা বলেন, 'ডুরান্ড কাপ অতীত।‌ আমরা সামনের দিকে তাকাচ্ছি। আগের মরশুমে কী হয়েছে সেই নিয়ে ভাবছি না। নতুন পর্ব। নতুন কোচ। দলেও অনেক পরিবর্তন হয়েছে। আমরা জয় ছাড়া কিছু ভাবছি না।' জোড়া গোলে এগিয়েও ডুরান্ড ফাইনালে নর্থ ইস্টের কাছে হারতে হয়েছে। ফাইনালের পর মুষড়ে পড়ে দিমিত্রি, কামিন্সরা। কিন্তু মাঝের কয়েকদিনে আবার মানসিকভাবে চাঙ্গা হয়ে গিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। এই প্রসঙ্গে মোলিনা বলেন, 'মেন্টাল হেলথ সবসময় বড় ফ্যাক্টর। চাপের মধ্যে ভাল খেলতে হয়। আবেগ চেপে রেখে সেরাটা দিতে হয়। আমার প্লেয়াররা ভাল জায়গায় আছে। ডুরান্ড কাপেও ফুটবলাররা ভাল খেলেছে। আইএসএলে নামার জন্য তৈরি।' 

বৃহস্পতিবার নিজেদের মাঠে প্রাক ম্যাচ প্রস্তুতি সাড়ে সবুজ মেরুন ব্রিগেড। মুম্বই সিটি এফসির বিরুদ্ধেও নেই জেমি ম্যাকলারেন। আঠারো জনের দলেও রাখা হবে না তাঁকে। সামনেই এএফসির ম্যাচ আছে, তাই কোনও ঝুঁকি নিতে চাইছেন না মোলিনা। অস্ট্রেলিয়ান বিশ্বকাপার ছাড়া সবাইকেই পাওয়া যাবে। চোট সারিয়ে ফিরছেন অ্যালবার্তো। গোলের জন্য ভরসা সেই দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স জুটি।

এই প্রথম কলকাতার তিন প্রধান আইএসএলে। ডার্বির পাশাপাশি হবে দুটো মিনি ডার্বিও। কিন্তু আপাতত বাগান কোচের মগজে শুধুই মুম্বই। মোলিনা বলেন, 'আমি ইস্টবেঙ্গল, মহমেডান নিয়ে ভাবছি না। শুধুই মুম্বই ম্যাচ নিয়ে ভাবছি। পরের ম্যাচটাই এখন আমার কাছে সবচেয়ে স্পেশাল।' ডুরান্ড কাপে রক্ষণ নিয়ে ভুগতে হয়েছে। পুরোনো ছন্দে নেই শুভাশিস বসুও। কিন্তু কোনও নির্দিষ্ট পজিশনের প্লেয়ারকে দোষারোপ করতে চান না হাবাসের উত্তরসূরি। জানান, বিভিন্ন বিভাগেই‌‌ সমস্যা আছে। সার্বিকভাবে উন্নতি করতে হবে। ডুরান্ডের সময় মোলিনা জানিয়েছিলেন, দলের অনেক ফুটবলার ৯০ মিনিট খেলার জন্য তৈরি নয়। এদিনও বক্তব্যে খুব একটা আমূল পরিবর্তন নেই। জানিয়ে দিলেন, দল এখনও একশো শতাংশ তৈরি নয়। এই প্রসঙ্গে মোলিনা বলেন, 'ছয় সপ্তাহের প্রস্তুতিতে কোনও দলই সেরা ছন্দে পৌঁছে যেতে পারে না। বিশ্বের কোনও জায়গায় সম্ভব নয়। হয়তো অক্টোবর-নভেম্বরে আমরা সেই জায়গায় পৌঁছতে পারব।' মুম্বইয়ে ছাংতে, বিপিনের মতো গতিশীল ফুটবলার রয়েছে। যারা যেকোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারে। তবে কোনও একজন নির্দিষ্ট প্লেয়ারকে নিয়ে ভাবছেন না বাগান কোচ। জানান, মুম্বই দলটাই শক্তিশালী। দলগত সংহতি দিয়েই বাজিমাত করতে চান হাবাসের উত্তরসূরি। 

ছবি: অভিষেক চক্রবর্তী