আজকাল ওয়েবডেস্ক: পরপর দুটো ডার্বি জয়। তাও আবার ক্লিন শিট রেখে। আর দুটো ডার্বিতেই ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। আবার দুটো ডার্বিতেই দলের হয়ে গোলের খাতা খুলেছেন ম্যাকলারেন। এদিন ইস্টবেঙ্গলকে বড় ম্যাচে হারিয়ে হাসিখুশি দেখাল দুজনকেই।

 

স্টুয়ার্ট তো পরিষ্কার জানিয়ে দিলেন, 'আমি দলকে জেতাতে চাই, ট্রফি জিততে চাই। আমরা গোটা গেম কন্ট্রোল করেছি, মিডফিল্ড আমাদের দখলে ছিল। ম্যাচের সঙ্গে সঙ্গে আমরা বেটার হচ্ছি। তবে আমার বিশ্বাস আমরা এর থেকেও ভাল খেলব। আমাদের আরও উন্নতি করতে হবে।' 

 

 

পরপর দুই ডার্বিতে গোল করেও ম্যাকলারেন জানিয়ে দিলেন, তিন পয়েন্টের লক্ষ্যই তাঁদের কাছে প্রধান। বললেন, আমি এখানে ট্রফি জিততে এসেছি। দল ভাল ফর্মে রয়েছে। আমি এখনও আমার প্রি সিজনে রয়েছি। গোলের খিদে রয়েছে। ধীরে ধীরে সতীর্থদের সঙ্গে বোঝাপড়া বাড়ছে। জেমি এদিন প্রশংসা করলেন গ্রেগ স্টুয়ার্টেরও।

 

 

জানালেন, আমাকে শুধু স্ট্রাইকার হিসেবে আমার জায়গা নিতে হয়। গ্রেগ গোটা ম্যাচ জুড়েই ভাল ভাল বল বাড়িয়েছে। একটা গোল মিস করলেও আমি জানি আমার কাছে আবার সুযোগ আসবে। আমি ভারতের সেরা দলে খেলি। আমি বিশ্বকাপেও খেলেছি, কিন্তু ডার্বির মত পরিবেশে খেলাটা সত্যিই দারুণ। সমর্থকদের হাসি মুখে বাড়ি ফেরাতে পেরে ভাল লাগছে।