আজকাল ওয়েবডেস্ক: নাইটহুড সম্মান পাচ্ছেন জেমস অ্যান্ডারসন। আগেই ঘোষণা করা হয়েছিল। ২১ বছর ইংল্যান্ড ক্রিকেটের সেবা করে গিয়েছেন এই ডানহাতি পেসার। তারই স্বীকৃতিস্বরূপ তাঁকে দেওয়া হবে এই সম্মান। মঙ্গলবার উইন্ডসর ক্যাসলে এক অনুষ্ঠানে প্রিন্সেস রয়্যাল তার হাতে এই মর্যাদাপূর্ণ উপাধি তুলে দেন। ৪৩ বছর বয়সী এই পেসারকে প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পদত্যাগের সময়ে প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। সরকারি ভাবে তা মঙ্গলবার তুলে দেওয়া হল অ্যান্ডারসনের হাতে। 

৪২ বছরের অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট (‌টেস্ট)‌ থেকে অবসর নেন ২০২৪ সালে। ৭০৪ উইকেট রয়েছে টেস্টে। ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক তিনিই। আর কোনও জোরে বোলার এত উইকেট পাননি টেস্টে।
তাঁর আগে রয়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার শেন ওয়ার্ন ও শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন। দু'জনেই স্পিনার। ওয়ার্নের উইকেট সংখ্যা ৭০৮। মুরলীর ৮০০। দুই স্পিনারের পরেই জেমস অ্যান্ডারসন।   

আরও পড়ুন: সূর্য–গিলের মারকাটারি ইনিংসে বাধ সাধল বৃষ্টি, সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত 

২০০২ সালে অস্ট্রেলিয়ার বিরদ্ধে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ইংল্যান্ডের তারকা অ্যান্ডারসন। তার পরের বছর মে মাসে শুরু হয় টেস্ট ক্রিকেটে জিমি অ্যান্ডারসনের পথচলা।

ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১৮৮ টেস্ট। ২০২৪ সালের জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। ২০০৩ সালের মে মাসে লর্ডসেই টেস্ট অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। প্রতিপক্ষ ছিল জিম্বাবোয়ে।

তবে ২০১৫ সালের পর ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেট আর খেলেননি অ্যান্ডারসন। একদিনের ক্রিকেটে ২৬৯ উইকেট রয়েছে তাঁর। দেশের জার্সিতে এই ফর্মাটেও সর্বাধিক উইকেটের মালিক তিনিই। আর টি২০ আন্তর্জাতিকে রয়েছে ১৮ উইকেট। আন্তর্জাতিক কেরিয়ারে নিয়েছেন ৯৯১ উইকেট।

ক্রিকেট কেরিয়ারে অনেক স্মরণীয় জয় পেয়েছেন জিমি। চারবার অ্যাশেজ জিতেছেন। শচীন তেন্ডুলকারের (‌২০০)‌ পর সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন অ্যান্ডারসনই। 

প্রথম শ্রেণির ক্রিকেটে ১ হাজার ১১৪ উইকেট নিয়েছেন জিমি অ‍্যান্ডারসন। লিস্ট ‘এ’ ক্রিকেটে উইকেট নিয়েছেন ৩৫৮টি। আর টি-টোয়েন্টিতে পেয়েছেন ৪১ উইকেট।

অ্যান্ডারসনের আগে নাইটহুড উপাধি পেয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রস, অ্যালিস্টার কুক, ইয়ান বথাম, জিওফ্রে বয়কটের মতো কিংবদন্তিরা।

আরও পড়ুন: রোহিতের বিরল রেকর্ড, ‘‌বৃদ্ধ’‌ বয়সে শীর্ষে উঠে নয়া নজির গড়লেন হিটম্যান ...