আজকাল ওয়েবডেস্ক: রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে খেলার সুযোগ পেলেন জলপাইগুড়ির ঋষভ বিবেক। প্রায় চার দশক পর জলপাইগুড়ির কোনও ক্রিকেটার রঞ্জি ট্রফির সিনিয়র দলে খেলার সুযোগ পেল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্ণাটকের বিরুদ্ধে খেলছে বাংলা। সেই দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন জলপাইগুড়ির ঋষভ। সম্ভবত বাংলার বোলিং ওপেন করবেন ২৩ বছরের মিডিয়াম পেসার। ঋষভের মাঠে নামার খবরে রীতিমতো উচ্ছ্বসিত জলপাইগুড়ি জেলার ক্রীড়ামহল। খুশি ঋষভের স্থানীয় কোচ পার্থ মণ্ডল সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। পার্থ মণ্ডল বলেন, 'আমরা সবাই খুবই খুশি এবং গর্বিত। ডিএসএর পাশাপাশি জলপাইগুড়ির বাসিন্দারা খুশি। ২০১৪-১৫ সাল থেকে শিবিরে যোগ দেয় ঋষভ। প্রতিভাবান ক্রিকেটার। সম্ভবত ওর হাত ধরেই বাংলার বোলিং ওপেন হবে। আগামী দিনে ও অনেক দূরে যাবে। আশা করব একদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। আইপিএলেও খেলবে।'
স্থানীয় ক্রিকেটারের সাফল্যে উচ্ছ্বসিত জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস, সচিব ভোলা মণ্ডল। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে কর্ণাটকের বিরুদ্ধে ঘরের ছেলে সুযোগ পাওয়ায় গর্বিত তাঁরা। জলপাইগুড়ির আরএসএ ক্লাবে প্রশিক্ষণের মধ্য দিয়ে বাংলা দলে খেলার যোগ্যতা অর্জন করেন ঋষভ বিবেক। জলপাইগুড়িতে লাগাতার সাফল্যের পর অনূর্ধ্ব-২৩ বাংলা ক্রিকেট দলের হয়েও খেলেছেন ঋষভ। অবশেষে সুযোগ পেলেন সিনিয়র দলে।
