আজকাল ওয়েবডেস্ক: কলকাতা ডার্বির পর বেঙ্গালুরু ম্যাচে জয়ে ফিরেছে মোহনবাগান। লিগ টেবিলের এক নম্বরে থেকে সাত পয়েন্ট এগিয়ে রয়েছে সবুজ মেরুন। হাতে রয়েছে ছ’টি ম্যাচ। তবে এরপরেও আত্মতুষ্টিতে ভুগছেন না সবুজ মেরুন কোচ হোসে মলিনা। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে জানালেন, ‘মোহনবাগানের মত দলের কোচ হলে সবসময় চাপ থাকে। আমরা এখন লিগ টেবিলের শীর্ষে থেকে কিছুটা এগিয়ে রয়েছি ঠিকই। কিন্তু তাতে চাপ একটুও কমেনি। লিগের শেষে গোয়া ম্যাচেও সমান চাপ থাকবে’। শুধু কোচ নিজে নন, সমান চাপ থাকবে ফুটবলারদের ওপরেও। এমনটাই জানিয়েছেন বাগান কোচ। বেঙ্গালুরু ম্যাচের পর দলের খেলা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মলিনা।

 

সাফ জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত মোহনবাগান যত ম্যাচ খেলেছে একটা ম্যাচেই খারাপ পারফরম্যান্স করেছে। সেটা বেঙ্গালুরুর বিরুদ্ধেই মরশুমের শুরুতে কান্তিরাভায়। তারপর গোয়া ম্যাচে হারলেও দলের পারফরম্যান্স ভাল ছিল। সোমবারেও পরিকল্পনা অনুযায়ী খেলেছে দল। ডিফেন্স ভাল হয়েছে। গোল করার পর খুব বেশ প্রেস করতে দেয়নি বেঙ্গালুরুকে বিশেষ করে যেখানে সুনীলের মত স্ট্রাইকার রয়েছে’। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে প্রচুর লং বল খেলতে দেখা গিয়েছে বাগানকে। যেখানে গ্রেগ স্টুয়ার্ট, আপুইয়া, ম্যাকলারেনরা গ্রাউন্ডারে বল বানিয়ে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারও রহস্য ফাঁস করলেন সবুজ মেরুন কোচ। জানালেন, ‘বেঙ্গালুরু ভাল দল। বক্সে ঢুকে আক্রমণ করতে বেশি পছন্দ করে। কিন্তু আমাদের ডিফেন্স ভাল হয়েছে। দলের খেলায় আমি খুশি। আমাদের চেষ্টা মাঠে জায়গা তৈরি করে আক্রমণ করা।

 

 

মাঝমাঠে আপুইয়া, উইংয়ে লিস্টন, মনবীর সহ সামনে ম্যাকলারেন। কিন্তু সবসময় সেটা হয়না। প্রতিপক্ষের ডিফেন্স ভাল থাকলে পরিকল্পনা বদলাতে হয় অনেক সময়। লিস্টন, মনবীররা গতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার চেষ্টা করলেও লাভ হয়না অনেক সময়। জায়গা বানাতে যা করা দরকার তাইই করা হয়েছে’। উল্লেখ্য মরশুমের শুরুতে বেঙ্গালুরুর কাছে কান্তিরাভায় হারার পর মহামেডান ম্যাচ থেকে বাউন্স ব্যাক করেছিল বাগান। সেই জেতার শুরু থেকে এখন তারা লিগ টেবিলে এক নম্বরে। এবার ফের সেই বেঙ্গালুরু। তাঁদের হারানোর পর ফের শনিবারে মহামেডানের মুখোমুখি হবে মলিনা ব্রিগেড। চাপ থাকছেই, জানিয়ে দিলেন বাগান কোচ।