আজকাল ওয়েবডেস্ক: প্রতীক্ষার অবসান। ক্লাবে আসছে আইএসএল ট্রফি। বাংলার নতুন বছরের প্রথমদিন ক্লাবতাঁবুতে সুসজ্জিত থাকবে আইএসএল ট্রফি এবং লিগ শিল্ড। সদস্য, সমর্থকরা সকাল থেকেই সেটা চাক্ষুষ করার সুযোগ পাবেন। সঙ্গে পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকছে। প্রথা মেনে প্রথমেই হবে বার পুজো। তারপর পতাকা উত্তোলন। লিগ শিল্ড জয়ের পরও ক্লাব তাঁবুতে ফ্ল্যাগ তোলা হয়েছিল। এবার নববর্ষের দিন পতাকা উত্তোলনের মাধ্যমে আইএসএল জয় উদযাপন করা হবে।
জোড়া ট্রফি থাকলেও ক্লাবে আসবেন না মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। থাকবেন না ফুটবলাররাও। তিন, চারদিন ছুটি দিয়েছেন মোলিনা। অধিকাংশ ফুটবলার কলকাতায় নেই। তাই মঙ্গলবার তাঁদের সংবর্ধনা দেওয়ার কোনও পালা নেই। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানান,
'ফুটবলাররা কেউ নেই। সবাই চলে গিয়েছে। শনিবার রাতেই অনেকে বেরিয়ে গিয়েছে। যখন ওরা আসবে, তখন দেখা যাবে।' বার পুজো এবং পতাকা উত্তোলনের পর প্রখ্যাত ফুটবলার প্রয়াত করুণাশঙ্কর ভট্টাচার্যের লেখা বই প্রকাশিত হবে। শেষে বাংলা লোকগান শিল্পী ঋষি চক্রবর্ত্তীর সঙ্গীত পরিবেশন। প্রথা মেনে ইস্টবেঙ্গল, এরিয়ান, ভবানীপুর ক্লাবেও হবে বার পুজো।
