আজকাল ওয়েবডেস্ক: নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ চুটিয়ে উপভোগ করছেন ঈশান কিষাণ। দুটো ম্যাচেই ছন্দে ছিলেন। ইয়র্কশায়ারের বিরুদ্ধে ৮৭ রান করেন। তারপর সমারসেটের বিরুদ্ধে ৭৭ রান করেন। তবে শুধু তাঁর ব্যাটিং নজর কাড়েনি। আরও একটি কীর্তি করে বসেন উইকেটকিপার ব্যাটার। যা দেখে সবাই অবাক হয়ে যায়। কী করলেন ২৬ বছরের ক্রিকেটার? হঠাৎ গ্লাভস খুলে বল হাতে তুলে নেন। এই ঘটনা সবাইকে ফ্ল্যাশব্যাকে ফিরিয়ে দেয়। ১১ বছর আগে, ২০১৪ সালের ঘটনা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে আচমকা উইকেটের পেছনে থেকে সরে যান এমএস ধোনি। হাতে বল তুলে নেন। টনটনে সমারসেটের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ঠিক এমনই ঘটনা ঘটান ঈশান কিষাণ।
বুধবার সবাইকে অবাক করে বল করতে আসেন ঈশান। সুযোগের সদ্ব্যবহারও করেন। ওভারে অফস্পিনের পাশাপাশি লেগ স্পিনও করেন। অ্যারাউন্ড দ্য উইকেটও বল করেন। হরভজন সিংকে নকল করে ওভার শুরু করেন। লেগ স্পিন দেওয়ার সময় শেন ওয়ার্নকে নকল করেন। যা দেখে চমকে যাওয়ার পাশাপাশি মজা পায় সতীর্থরা। এই মুহূর্তের ভিডিও কাউন্টি চ্যাম্পিয়নশিপের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। জয়ের জন্য ছয় উইকেট প্রয়োজন ছিল। দিনে এক ওভার বাকি ছিল। শেষ ওভারে বল হাতে তুলে নেন। ছয় বল ছ'রকম ভাবে করেন। যা দেখে সকলে হতবাক। বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন ঈশান কিষাণ। তবে প্রত্যাবর্তনের লড়াই চলছে। এবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে দেখা যায় তাঁকে। ১৪ ম্যাচে ৩৫৪ রান করেন।
