আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ঋষভ পন্থের পায়ে চোট লাগার পরেই ভারতীয় দলের নির্বাচকরা দ্রুত বিকল্প উইকেটকিপারের সন্ধানে নামেন। প্রধান নির্বাচক অজিত আগরকর এবং তাঁর নেতৃত্বাধীন কমিটি প্রথমে ঈশান কিষাণের সঙ্গে যোগাযোগ করেন। তবে ঈশান স্পষ্টভাবে না বলে দেন। জানা যায়, তাঁর এই সিদ্ধান্তের পিছনে ছিল এক অদ্ভুত দুর্ঘটনা। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইশান কিষাণ স্কুটি থেকে পড়ে গিয়ে তার বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পান এবং সেই জায়গায় কয়েকটি সেলাই পড়ে। এই অবস্থায় লন্ডনে উড়ে গিয়ে ভারতীয় দলে যোগ দেওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়ে তার পক্ষে। ঈশান সম্প্রতি নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য স্বল্পমেয়াদী চুক্তিতে যুক্ত ছিলেন।
সেখানেই তিনি ৮৭ এবং ৭৭ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলে নজর কাড়েন। এদিকে ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ের উইকেটকিপার-ব্যাটার এন জগদীশন পন্থের পরিবর্তে দলে যোগ দেবেন এটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। ৫২টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা জগদীশনের ঝুলিতে রয়েছে ১৩৩টি ক্যাচ ও ১৪টি স্টাম্পিং। ব্যাট হাতে তিনি করেছেন ৩৩৭৩ রান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জগদীশন অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির পঞ্চম ও শেষ টেস্টের আগেই দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। যদিও নির্বাচকরা প্রথমে ইশান কিষাণকে বিবেচনায় রেখেছিলেন, কিন্তু পরে জানা যায়, স্কুটি থেকে পড়ে গিয়ে চোট পাওয়ায় তিনি ম্যাচের জন্য আর উপলব্ধ নন।
এই অপ্রত্যাশিত মোড় ভারতীয় দলের উইকেটকিপিং বিকল্পে একটি বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এখন দেখার, টেস্ট দলে অভিষেক হলে জগদীশন নিজের পারফরম্যান্সে কতটা নজর কাড়তে পারেন। উল্লেখ্য, পায়ে চোট নিয়েও ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পন্থ। শুধু নামলেন না, অর্ধশতরান করলেন পন্থ, জোফ্রা আর্চারকে ওড়ালেন গ্যালারিতে। দেখে বোঝা যাচ্ছিল, কষ্ট হচ্ছে, তারপরেও সিঙ্গল নিলেন, গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়লেন ওয়াশিংটনের সঙ্গে। শেষ দিকে পন্থের ব্যাটিংয়ে ভর করেই ৩৫০ রানের গন্ডি পেরোয় টিম ইন্ডিয়া। প্রসঙ্গ যখন দেশের প্রতিনিধিত্ব করার, তখন কেউই পিছপা হননা, পন্থও নিজের সবটুকু উজাড় করে দেন। টেস্টের প্রথম দিনে ক্রিস ওকসের বল আছড়ে পড়েছিল পন্থের বুটে। ফিজিও-ও তাঁকে সুস্থ করতে পারেননি। অ্যাম্বুল্যান্স করে মাঠ ছাড়েন পন্থ।
তাঁর পায়ের পাতায় চিড় ধরে বলে জানা যায়। সবাই যখন ধরেই নিয়েছেন পন্থের পক্ষে আর ব্যাট করতে নামা সম্ভব নয়, ঠিক তখনই অবাক করার মতো ঘটনা। শার্দুল ঠাকুর ফিরে যাওয়ার পরে দেখা যায় ড্রেসিং রুম থেকে খোঁড়াতে খোঁড়াতে নেমে আসছেন ঋষভ পন্থ। ভাল করে হাঁটতে পর্যন্ত পারছেন না তিনি। দেখেই বোঝা যাচ্ছিল তিনি ভাল করে হাঁটতে পারছেন না, খোঁড়াচ্ছেন। প্যাভিলিয়ন থেকে নেমে ক্রিজ পর্যন্ত পৌঁছতেই লেগে যায় অনেকটা সময়। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস পর্যন্ত তাকিয়ে ছিলেন পন্থের দিকে। উল্লেখ্য, প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয়ে যায় ভারত। শার্দুল ঠাকুর ৪১ করে ফিরে যান, পন্থ করেন ৫৪। ওয়াশিংটন সুন্দর ২৭ রান করে ফিরে যাওয়ার পর টেল এন্ডাররা কেউই বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। ইংল্যান্ডের হয়ে ৭২ রান দিয়ে পাঁচ উইকেট নেন অধিনায়ক বেন স্টোকস।
