আজকাল ওয়েবডেস্ক: শেষমেষ শাপমুক্তি। ভারতের জার্সিতে ফিরছেন ঈশান কিষাণ। অস্ট্রেলিয়া যাচ্ছেন উইকেটকিপার ব্যাটার। তবে সিনিয়র দলের হয়ে এখনই খেলা হবে না তাঁর। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয় এ দলে জায়গা পেলেন ঈশান। নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতের এ দল। সোমবার ১৫ জনের দল ঘোষণা করে নির্বাচক কমিটি। সেই দলে সুযোগ পেলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ম্যাকে এবং মেলবোর্নে দুটো প্রথম শ্রেণীর ম্যাচ খেলবে ভারতীয় এ দল। তারপর পারথে ভারতের সিনিয়র দলের সঙ্গে তিন দিনের ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলবেন ঈশানরা‌। এই তিনটে ম্যাচেই খেলবেন ভারতের উইকেটকিপার ব্যাটার।‌

চলতি বছরের শুরুতে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন ঈশান কিষাণ। মানসিক অবসাদের কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরে আসেন। তারপর ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া টুর্নামেন্টেও অংশ নেননি। তৎকালীন কোচ রাহুল দ্রাবিড় এবং বোর্ড সচিব জয় শাহ বারবার ঘরোয়া ক্রিকেট খেলায় গুরুত্ব দিলেও, কর্ণপাত করেননি ঈশান। তারপরই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন। কয়েকদিন আগে ঘরোয়া ক্রিকেটে ফেরেন। গত মাসে দলীপ ট্রফির ম্যাচে ভারতীয় সি দলের হয়ে শতরান করেন। ইরানি কাপেও রান পান। তারপরই আবার বোর্ডের গুডবুকে ঢুকে পড়েন। এবার রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডকে নেতৃত্ব দিতে দেখা যাবে ঈশান কিষাণকে। এলিট গ্রুপ থ্রি-তে গুয়াহাটিতে অসমের বিরুদ্ধে অভিযান শুরু করবে। গতবছর রঞ্জিতে গ্রুপ এ-তে টেবিলের তলানি থেকে তৃতীয় স্থানে শেষ করে ঝাড়খণ্ড। সাত ম্যাচের মধ্যে দুটো জয়, দুটো হার এবং তিনটে ড্র ছিল। এবার ঈশানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ঝাড়খণ্ড ক্রিকেটের কর্তারা।