আজকাল ওয়েবডেস্ক: আইপিএল মিনি নিলাম। হবে চলতি বছরের শেষে। তার আগেই বিভিন্ন দল পরবর্তী ক্রিকেটারদের নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে। দল গোছানোর কাজ চলছে। পাশাপাশি চলছে দল ভাঙানোর কাজও। অর্থাৎ অন্য দল থেকে ভাঙিয়ে নিজের দলে কোনও নির্দিষ্ট ক্রিকেটারকে নিয়ে আসা।
সূত্রের খবর, সানরাইজার্স হায়দরাবাদ থেকে ঈশান কিশানকে কিনে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। এই মুম্বইয়েই দীর্ঘ দিন খেলেছেন তিনি। আরও কিছু দল ঈশানকে নিতে আগ্রহী। তার মধ্যে কলকাতা এবং রাজস্থানও রয়েছে। অন্য ক্রিকেটারের পরিবর্তে ঈশানকে নেওয়া বা সরাসরি টাকা দিয়ে ঈশানকে কিনে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে হায়দরাবাদকে। এই তিন দলই দেশীয় উইকেটকিপার–ব্যাটারের খোঁজে রয়েছে।
চেন্নাই গত মরসুমের পরেই ছেড়ে দিয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। শোনা যাচ্ছে, তারা নাকি ওয়াশিংটন সুন্দরকে নিতে আগ্রহী। গত মরসুমে চেন্নাইয়ের হয়ে ৯টি ম্যাচ খেলে ৭টি উইকেট নিয়েছিলেন অশ্বিন। তিনি দল ছাড়ার পর সঞ্জু স্যামসনকে নিয়ে অনেক চর্চা হয়েছে। এখন চর্চা হচ্ছে সুন্দরকে নিয়ে। গুজরাট টাইটান্সের সঙ্গে ইতিমধ্যেই চেন্নাই কথাবার্তা শুরু করেছে বলে জানা গিয়েছে। গুজরাট নাকি কোনও শর্ত ছাড়াই সুন্দরকে ছেড়ে দিতে রাজি।
প্রসঙ্গত, ধারাবাহিকভাবে ভাল খেলা সত্ত্বেও গুজরাটের প্রথম দলে নিয়মিত সুযোগ পান না সুন্দর। গতবার মাত্র ৬টি ম্যাচ খেলেছিলেন। ৬৫টি ডেলিভারি করেছিলেন তিনি। দু’টি উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতে ১৩৩ রান করেছিলেন। গুজরাট তাঁকে ৩.২ কোটি টাকায় কিনেছিল। সেই টাকাই দিতে রাজি চেন্নাই। আর গুজরাটও ছেড়ে দিতে পারে ওয়াশিংটন সুন্দরকে।
