আজকাল ওয়েবডেস্ক: ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হওয়ার মুখে। তার আগে নিজেদের ফিটনেস পরখ করতে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেসে হাজির ঈশান কিষাণ এবং রিয়ান পরাগ। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের নেতৃত্বে ঈশান কিষাণ। একই দলের অঙ্গ রিয়ান পরাগ। সম্প্রতি গোড়ালির চোট নিয়ে ভুগছেন বাঁ হাতি উইকেটকিপার ব্যাটার। স্কুটি থেকে পড়ে গিয়ে চোট পান। যার ফলে ঋষভ পন্থের পরিবর্ত হিসেবে এন জগদীশনকে নিতে বাধ্য হয় নির্বাচকরা। ঈশান কিষাণের সঙ্গে বেঙ্গালুরুতে ফিটনেস পরীক্ষা দিতে হাজির রিয়ান পরাগও। সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে বেশ কয়েকটা ম্যাচে রাজস্থান রয়্যালসের ভূমিকায় দেখা যায় অসমের ক্রিকেটারকে। শোনা যাচ্ছে, সঞ্জুর‌ রাজস্থান রয়্যালস ছাড়তে চাওয়ার মূল কারণ নাকি তিনি। 

হার্দিক পাণ্ডিয়া এবং অভিষেক শর্মা ইতিমধ্যেই রুটিন ফিটনেস পরীক্ষার জন্য এনসিএতে আছেন। কয়েকদিন আগে একই লক্ষ্যে বেঙ্গালুরুতে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সম্প্রতি স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয় সূর্যকুমার যাদবের। বর্তমানে ভারতের টি-২০ দলের অধিনায়কও এনসিএতে আছেন। এশিয়া কাপ থেকে সাদা বলের ক্রিকেটে ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে। পরের ফেব্রুয়ারি-মার্চে টি-২০ বিশ্বকাপ। সাদা বলের ক্রিকেটে দলে ঢোকার দৌড়ে থাকবেন ঈশান কিষাণ এবং রিয়ান পরাগ। 

মেয়েদের একদিনের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় মহিলা দল। ৭ আগস্ট শুরু হয়েছে শিবির। ১৩ আগস্ট পর্যন্ত চলবে। বোর্ডের এক সূত্র জানান, প্লেয়াররা প্র্যাকটিস সেশনে অংশ নেয়। কয়েকটা প্র্যাকটিস ম্যাচও খেলে। হেড কোচ অমল মজুমদারের কড়া‌ নজরদারিতে চলছে প্রস্তুতি। বিশ্বকাপের প্রস্তুতিস্বরূপ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। সিরিজ শুরু ১৪ সেপ্টেম্বর। বিশ্বকাপের ৫০ দিনের কাউন্টডাউন উপলক্ষে সোমবার একটি অনুষ্ঠানে যোগ দেন মেয়েদের ক্রিকেট দলের তিন ত্রয়ী। তালিকায় ছিলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা এবং জেমিমা রড্রিগেজ। ৩০ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে মেয়েদের বিশ্বকাপ শুরু।