আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট আর বলিউড চিরকালই হাত ধরাধরি করে হেঁটেছে।
মহসিন খান-রিনা রায়। রবি শাস্ত্রী-অমৃতা সিং। পতৌদি-শর্মিলা। হাল আমলের বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। সেই পরম্পরা এখনও চলছেই।
সোশ্যাল মিডিয়ায় জোরালো জল্পনা, রবিনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে বুধবার থেকে। বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ ম্যাচ। সেই ম্যাচ দিয়ে ভারত অভিযান শুরু করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কুলদীপ যাদবকে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কুলদীপ কী করেন, তাঁর পারফরম্যান্সের দিকে কড়া নজরের পাশাপাশি দুই তারকার সম্পর্ক নিয়েও বাড়ছে কৌতূহল।
অতীতে রাশার মা রবিনা ট্যান্ডন ও রাহুল দ্রাবিড়কে নিয়ে জল্পনা ছড়িয়েছিল। এবার সেই একই চিত্রনাট্য এখনকার প্রজন্মের দুই তারকাকে নিয়ে।
সম্প্রতি রাশার বেশ কয়েকটি ছবিতে লাইক দিতে দেখা গিয়েছে কুলদীপ যাদবকে। কুলদীপের বেশ কিছু মন্তব্য চোখে পড়েছে ভক্তদের। রাশার ছবিতে কুলদীপের লাইক, মন্তব্য, প্রতিক্রিয়া দেখার পরে অনেকেরই মনে হয়েছে, ক্রিকেটারের এহেন প্রতিক্রিয়া কিন্তু সহজ-সরল-স্বাভাবিক নয় বলেই মনে করছেন অনেকে।
যদিও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি রাশা বা কুলদীপ কেউই। ভক্তদের মধ্যে কৌতূহল বাড়ছে। দুই তারকার সম্পর্ক নিয়ে তীব্র চর্চার মধ্যেই শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কুলদীপ যাদব রোহিত শর্মার দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। দুবাইয়ের পিচে কুলদীপ প্রভাব ফেলতে পারবেন? আইসিসি-র মেগা ইভেন্ট এই প্রশ্নের জবাব দিয়ে যাবে।
