আজকাল ওয়েবডেস্ক: ভারতে নয়। আইপিএলের নিলাম ফের অনুষ্ঠিত হতে পারে বিদেশে। তবে কোথায় তা এখনও জানা যায়নি। গত দুই সংস্করণের নিলাম হয়েছে যথাক্রমে দুবাই এবং জেড্ডায়। এবারও মধ্য প্রাচ্যের কোনও শহরে নির্ধারিত হতে পারে একঝাঁক ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের ভবিষ্যৎ। সংযুক্ত আরব আমিরশাহির পাশাপাশি কুয়েত ও কাতারের মত দেশগুলিতে নিলাম আয়োজনের বিষয়ে ভারতীয় বোর্ড খোঁজখবর নিচ্ছে বলে জানা গিয়েছে।
এবছর ডিসেম্বরের মাঝে আইপিএলের নিলাম হওয়ার কথা। সেসময় ভারতে বিভিন্ন অনুষ্ঠান এবং বিয়ের মরশুম হওয়ায় হোটেল বুকিং সংক্রান্ত সমস্যা হয়। মূলত এই বিষয়টি মাথায় রেখেই গত দু’বছর বিদেশে নিলামের আয়োজন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যাতায়াত করাটাও সুবিধাজনক। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাজারে আইপিএলের প্রচার বাড়ানোর ক্ষেত্রেও এই নিলামের ভূমিকা রয়েছে। সেসব দিক মাথায় রেখে এবারও ভারতীয় বোর্ড বিদেশে আইপিএল নিলাম আয়োজনের পথে হাঁটতে চলেছে সূত্রের খবর।
এটা ঘটনা, ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে মিনি নিলাম। তার আগে কোন ক্রিকেটারদের ধরে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলি, তা জানাতে হবে ১৫ নভেম্বরের মধ্যে। এবারের আইপিএলে সবচেয়ে বড় বদল হওয়ার সম্ভাবনা সিএসকে’তে। গত আইপিএলে সবার নিচে শেষ করেছিল মহেন্দ্র সিং ধোনির দল। সেই কারণে আসন্ন মরশুমে ভাল ফল করতে বদ্ধপরিকর চেন্নাই। জানা গিয়েছে, রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, স্যাম কারেন, ডেভিড কনওয়েকে ছেড়ে দিতে পারে তারা। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা অতিরিক্ত ৯.৭৫ কোটি টাকা নিয়ে নিলামে নামবে। কারণ, রবিচন্দ্রন অশ্বিন ইতিমধ্যেই আইপিএল থেকে অবসর নিয়েছেন। এই টাকাতেই প্রাক্তন অফস্পিনারকে কিনেছিল চেন্নাই। অন্যদিকে, উইকেটকিপার–ব্যাটার সঞ্জু স্যামসনকে ছেড়ে দিতে পারে রাজস্থান রয়্যালস। রিলিজ তালিকায় রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানাও।
