আজকাল ওয়েবডেস্ক: ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরের বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধির প্রশংসা সবাই করেন। ক্রিকেট নিয়ে তাঁর বিশ্লেষণ বিখ্যাত। ধারাভাষ্য দেওয়ার সময়ে তাঁর রসিকতা মেশানো আলোচনা প্রাণবন্ত করে তোলে গোটা অনুষ্ঠানকে।
সম্প্রতি আইপিএল শো চলাকালীন এরকমই মজার মন্তব্য করে সানি শিরোনামে এসেছেন।
স্টুডিওয় মায়ান্তি ল্যাঙ্গার ও রবিন উথাপ্পা ক্রিকেট নিয়ে আলোচনা করছিলেন। মাঠে ছিলেন গাভাসকরষ তিনি হালকা মেজাজে বলে ওঠেন, ''আমি একটা কথা বলতে চাই। রবিন, তুমি কেন মায়ান্তির ট্রাউজার পরে আছো?''
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Sports India (@starsportsindia)
উত্থাপ্পা এবং মায়ান্তির পোশাকের রং প্রায় একই। গাভাসকরের কথা শুনে দু'জনেই লজ্জা পেয়ে যান। উত্থাপ্পা বলে ওঠেন, ''আমি আপনার দিক থেকে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম।''
দিন কয়েক আগে গাভাসকর ও মায়ান্তির পোশাক নিয়ে মিম ছড়িয়েছিল। সেই ইঙ্গিত করে গাভাসকর বলে ওঠেন, ''আমারই তো ট্রাউজার পরার কথা ছিল।''
ঠাট্টা করে মায়ান্তি তখন বলে ওঠেন, ''আজ স্টাইলিস্টের সঙ্গে আমাদের কথা হয়েছিল। আপনার আর আমার পোশাক নিয়ে নয়। এখনই স্ক্রিনশট নিয়ে একটা মিম বানান। তবে তীক্ষ্ণ আপনার পর্যবেক্ষণ সানিজি।'' এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।