আজকাল ওয়েবডেস্ক: স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিনের পরদিনই অন্য এক লাস্য়ময়ী অভিনেত্রীর ছবিতে লাইক দিয়ে বিতর্কে কোহলি। শেষমেশ তাঁকে সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যা দিতে হল।
বৃহস্পতিবার ছিল অনুষ্কার জন্মদিন। শুক্রবার সকাল থেকে কোহলির সোশ্যাল মিডিয়া নিয়ে ঝড বয়ে যায়। ইনস্টাগ্রামে অভনীত কৌরের লাস্যময়ী ছবিতে কোহলি লাইক দিয়েছেন, ভক্তরা তা আবিষ্কার করার পরে সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন তৈরি হয়েছে।
বাধ্য হয়ে ইনস্টাগ্রামে বিবৃতি দেন কোহলি। আরসিবি তারকা লেখেন, ''আমি স্পষ্ট বলতে চাই, ফিড পরিষ্কার করছিলাম, তখনই হয়তো অ্যালগোরিদম ভুল করে একে ইন্টারঅ্যাকশন হিসেবে ধরে নিয়েছে। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য নেই। আমার অনুরোধ, অনাবশ্যক কোনও বিতর্ক যেন তৈরি করা না হয়।'' তিনি ব্যাখ্যা দিলেন বটে কিন্তু ভক্তরা আর মানলেন কোথায়!
এই ব্যাখ্যার পাশাপাশি কোহলি তাঁর দেওয়া লাইকটাও সরিয়ে নেন। কিন্তু আইপিএল চলাকালীন এক অভিনেত্রীর পোস্টে লাইক দেওয়া নিয়ে কোহলি রীতিমতো চাপে পড়ে গেলেন। বাধ্য হয়ে তাঁকে কারণ ব্যাখ্যা পর্যন্ত করতে হল।
