আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস। চুম্বকে মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলি। সেই ম্যাচেই একগুচ্ছ রেকর্ড গড়লেন বিরাট কোহলি।
ম্যাচের তৃতীয় ওভারের শেষ দুটো বলে খলিল আহমেদকে গ্যালারিতে ফেললেন কোহলি। প্রথম ছক্কায় গড়লেন রেকর্ড। প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে একটি দলের হয়ে তিনশো ছক্কার মাইলফলক ছুঁলেন কোহলি।
সাই সুদর্শনকে (৫০৪) টপকে কমলা টুপির মালিক এখন বিরাট কোহলি(৫০৫)। এবারও তিনি অতিক্রম করলেন পাঁচশো রানের মাইলফলক।
প্রথম ব্যাটসম্যান হিসেবে ৮ মরশুমে ৫০০ রানের মাইলফলক ছুঁয়ে নতুন নজির কোহলির। সাতটি মরশুমে ৫০০ রান ছোঁন ওয়ার্নার। লোকেশ রাহুল ৬ মরশুমে ৫০০ রান করেছেন। পাঁচ মরশুমে ৫০০ রান ছুঁয়েছেন শিখর ধাওয়ান।
কোহলি প্রথমবার ৫০০ রানের মাইলস্টোন ছোঁন ২০১১ সালে। ২০১৩ সালের সিজনে ৬০০ রানের শিখরে চড়েন। তার পরে ধীরে ধীরে এগিয়ে গিয়েছেন কোহলি। গতবার করেছিলেন ৭৪১ রান।
২০১৬ সালে করেছিলেন ৯৭৩ রান। চেন্নাইয়ের বিরুদ্ধে কোহলি আরও কয়েকটা নজির তৈরি করেছেন। এক ভেন্যুতে সর্বোচ্চ ছক্কার মালিকও কোহলি। চিন্নাস্বামীতে কোহলির মারা ছক্কার সংখ্যা ১৫৪টি।
আইপিএলে এক দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করে ফেলেন কোহলি। সিএসকে-র বিরুদ্ধে কোহলির রান সংখ্যা ১,১৪৬।
