আজকাল ওয়েবডেস্ক: আইপিএল খেতাব জয়ের পরদিনই মর্মান্তিক ঘটনা বেঙ্গালুরুতে। 

স্টেডিয়ামের ভিতরে আলো, উচ্ছ্বাস, তারকাদের উপস্থিতি। সেই আলোর ঝলকানির নাগাল পেতেই দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন ভক্ত-সমর্থকরা। ভিতরে যখন উচ্ছ্বাস, আলো, বাইরে তখন চলে গেল ১১টা তাজা প্রাণ। 

আরসিবি শোকপ্রকাশ করেছে। বিরাট কোহলিও সোশ্যাল মিডিয়ায় আরসিবি-র শোকজ্ঞাপন শেয়ার করে লিখেছেন, ''ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই। পুরোদস্তুর ভেঙে পড়েছি।''

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Virat Kohli (@virat.kohli)