আজকাল ওয়েবডেস্ক: আইপিএল খেতাব জয়ের পরদিনই মর্মান্তিক ঘটনা বেঙ্গালুরুতে। 
স্টেডিয়ামের ভিতরে আলো, উচ্ছ্বাস, তারকাদের উপস্থিতি। সেই আলোর ঝলকানির নাগাল পেতেই দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন ভক্ত-সমর্থকরা। ভিতরে যখন উচ্ছ্বাস, আলো, বাইরে তখন চলে গেল ১১টা তাজা প্রাণ। 
আরসিবি শোকপ্রকাশ করেছে। বিরাট কোহলিও সোশ্যাল মিডিয়ায় আরসিবি-র শোকজ্ঞাপন শেয়ার করে লিখেছেন, ''ভাষায় প্রকাশ করার ক্ষমতা নেই। পুরোদস্তুর ভেঙে পড়েছি।''
 
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
 
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener"> 
   
 
    
 
    
 
   
    View this post on Instagram
     
    
 
    
    
  
  
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Virat Kohli (@virat.kohli)
 
 
পদপিষ্টের ঘটনায় মৃতদের পাশে দাঁড়িয়ে আরসিবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, ''আজ বিকেলে দলের ঘরে ফেরার প্রত্যাশায় বেঙ্গালুরু জুড়ে জনসমাগম  হয়েছিল। মিডিয়া রিপোর্টে প্রকাশিত মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আমরা গভীরভাবে শোকাহত। সকলের নিরাপত্তা এবং সুস্থতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করছে আরসিবি। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কর্মসূচি পরিবর্তন করেছি এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ এবং পরামর্শ অনুসরণ করেছি। আমরা আমাদের সমস্ত সমর্থকদের নিরাপদে থাকার  অনুরোধ করছি।''
এই বক্তব্যই কোহলি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ফাইনাল  জেতার পরে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দাঁড়িয়ে কোহলি বারংবার আরসিবির সমর্থকদের কথা বলছিলেন। বুধবারও আরসিবি ভক্তরা ভিড় জমিয়েছিলেন চিন্নাস্বামীর বাইরে। তাঁদের প্রয়াণে কোহলির যে মন কাঁদবে এটাই স্বাভাবিক। তাই স্থির থাকতে পারেননি  তিনি। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন।