আজকাল ওয়েবডেস্ক: ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে যেন হর্ষ ভোগলে ও সাইমন ডুলকে দেখা না যায়, সেই মর্মে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে আবেদন করেছে সিএবি। 

ইডেনের উইকেট নিয়ে পিচ কিউরেটর ও কেকেআর-এর মধ্যে যে টালবাহানা চলছিল, সেই প্রসঙ্গের উল্লেখ করে সাইমন ডুল ও হর্ষ ভোগলে প্রায় একই সুরে বলেছিলেন, কেকেআরের কথা যদি পিচ কিউরেটর না শোনেন, তাহলে যেন হোম গ্রাউন্ড বদলে ফেলে নাইটরা। 

এই প্রেক্ষিতেই ডুল ও হর্ষ ভোগলের উপর চটেছে সিএবি। ইডেনে নাইটদের ম্যাচ থাকলে এই দুই ধারাভাষ্যকার যেন ধারাভাষ্য না দেন। কড়া অবস্থান গ্রহণ করেছে বঙ্গীয় ক্রিকেট সংস্থা। 

একসময়ে ডুলকে বলতে শোনা গিয়েছিল, ''হোম টিমের কথা যদি কিউরেটর না শোনেন...হোম টিম স্টেডিয়ামের ভাড়া দিচ্ছে, আইপিএলের অন্যান্য খরচ বহন করছে, এর পরেও কিউরেটর যদি হোম টিমের কথা না শোনেন তাহলে ফ্র্যাঞ্চাইজির উচিত অন্যত্র চলে যাওয়া। ম্যাচ সম্পর্কে মন্তব্য করা তাঁর কাজ নয়।'' 

ডুলের কথার প্রতিধ্বনি শোনা যায় হর্ষ ভোগলের মন্তব্যে। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ''ঘরের মাঠে খেলা হলে, হোম টিম যেমন চাইছে, তেমনই উইকেট দেওয়া উচিত। হোম টিমের  বোলাররা যে উইকেটে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তেমন উইকেটই দেওয়া দরকার।'' 

দুই ধারাভাষ্যকারের এহেন মন্তব্যের প্রেক্ষিতেই সিএবি-র এই কড়া অবস্থান।