আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে সময়টা ভাল যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। টানা ম্যাচ হেরে চলেছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। 

এর মধ্যেই খবর, রুতুরাজ গায়কোয়াড়ের কনুইয়ে চিড় ধরেছে। আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে  মহেন্দ্র সিং ধোনি দলকে নেতৃত্ব দেবেন। 

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে চেন্নাই শিবিরকে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। কিন্তু তাঁর নেতৃত্বেও বদলায়নি সিএসকে-র ভাগ্য। কলকাতার কাছে  হতশ্রী ভাবে হারতে হয়েছে ধোনিদের। এর মধ্যেই গুঞ্জন ধোনির সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে গায়কোয়াড়ের। 

এক ভক্ত রুতুরাজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে এমএস টাইপ করা আছে। তাতেই দেখা যাচ্ছে বন্ধুর তালিকায় নেই ধোনির নাম। 

কোনও দল জিততে শুরু করে এই ধরনের খবর চাপা থেকে যায়। প্রকাশ্যে আসে না তা। হারতে শুরু করলেই নানা ধরনের খবর চলে আসে সামনে। এখন যেমন ধোনির চেন্নাই সুপার কিংস নিয়ে হচ্ছ।