আজকাল ওয়েবডেস্ক:  পিছনে ঠেলতে ঠেলতে শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস তারকা সিমরন হেটমায়ার ব্যাট করতে এলেন আট নম্বরে। 

ক্যারিবিয়ান তারকা আগ্রাসী ব্যাটিং করেন। বেশি বল খেলার সুযোগ পেলে প্রতিপক্ষের বোলারদের তিনি মাঠের বাইরে ফেলতে পারেন। সেই তিনিই কিনা ব্যাট করতে নামলেন আট নম্বরে। যা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার সাইমন ডুল। 

তিনি বলছেন, ''১১ কোটি টাকা দিয়ে হেটমায়ারকে কেন কেনা হয়েছে? আট নম্বরে ব্যাট করতে পাঠানোর জন্য? ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানার হয়ে হেটমায়ার তিন বা চার নম্বরে ব্যাট করতে আসে। ওকে ওই জায়গায় ব্যাট করতে পাঠালে অনেক রান করে ফেলত রাজস্থান। কীসের জন্য ওকে নীচের দিকে পাঠানো হল? ফিনিশারের ভূমিকার জন্য? বোকা বোকা ব্যাপার।'' 

শুভম দুবেকে  ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তও মেনে নিতে পারছেন না কিউয়ি তারকা। ডুল বলেন, ''হেটমায়ার যদি ৫-৬ নম্বরে ব্যাট করতে নামত, কিছু রান করত এবং ধ্রুব জুড়েলের পার্টনার  হত। ৯ বলে ১২ রানের জন্য দুবেকে পাঠানোর দরকার ছিল না। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে দুবেকে পাঠানোর আগে হেটমায়ার বা আর্চারকে পাঠানো যেত।'' 

ভুল ব্যাটিং অর্ডার হোক বা ব্যাটারদের ব্যর্থতা রাজস্থান রয়্যালস ১৫১ রানে থেমে যায়। রান তাড়া করতে নেমে নাইট রাইডার্স আট উইকেটে ম্যাচ জিতে নেয়।