আজকাল ওয়েবডেস্ক: এবারের আইপিএলে শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের কাছে মুখ থুবড়ে পড়েছেন রোহিত শর্মারা। শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ। জিততে মরিয়া মুম্বই শিবির। তার আগে রাতের অন্ধকারে মুম্বই ইন্ডিয়ান্স দলের এক কর্তাকে সুইমিং পুলের জলে ছুড়ে ফেলে দিলেন তিন তারকা ক্রিকেটার।
রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা এই কর্তাকে পাঁজা কোলে তুলে হোটেলের সুইমিং পুলে রাতের অন্ধকারে ফেলে দিলেন।
সবটাই মজা করে। সেই কর্তাকে সুইমিং পুলের জলে ফেলে দেওয়ার পরে তিন মুম্বই তারকা হাসিতে ফেটে পড়েন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
আইপিএলে খেলার ধকল রয়েছে। এক শহর থেকে আরেক শহরে ছুটে বেড়াতে হয়। রয়েছে ক্লান্তি। ম্যাচ শেষ হতে হতেই রাত। তার উপরে সব শেষ করে বিশ্রাম নিতে নিতে হয়ে যায় গভীর রাত। পরের দিনই হয়তো খুব সকালে ফ্লাইট। উড়ে যেতে হবে অন্য এক শহরে। রয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। একঘেয়েমি যাতে গ্রাস না করে, সেই কারণে ক্রিকেটাররা নিজেদের মধ্যে মজা করেন। হাসিঠাট্টায় মেতে ওঠেন।
মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচ হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংসের কাছে। প্রথম ম্যাচে খাতা না খুলেই ফেরেন রোহিত শর্মা। এদিন অধিনায়ক হিসেবে ফিরছেন হার্দিক পাণ্ডিয়া। মুম্বই কি জয়ের সরণীতে ফিরতে পারবে, সেটাই বড় প্রশ্ন দেশের ক্রিকেটমহলে।
Rohit Sharma, Tilak Varma and Suryakumar Yadav together are throwing the Mumbai Indians admin into the pool ???????? pic.twitter.com/luubtrrGI4
— ????????????????????????????⁴⁵ (@rushiii_12)Tweet by @rushiii_12
