আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের তীব্র সমালোচনায় ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। 

সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের প্রসঙ্গ উত্থাপ্পন করে শ্রীকান্ত নিজের ইউটিউবে প্রশ্ন তোলেন, ''অশ্বিন করছেটা কী? পুরোদস্তুর নেতিবাচক হয়ে গেল।'' 

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অশ্বিন চার ওভার হাত ঘুরিয়ে ২৫ রান দিয়েছেন। একটি উইকেটও এনে দিতে পারেনি চেন্নাই শিবিরকে। অশ্বিনের বোলিংয়ের ধরন দেখে রীতিমতো বিস্মিত শ্রীকান্ত। তিনি বলেন, ''উইকেট নেওয়ার কোনও চেষ্টাই তো করল না অশ্বিন। নিজের কোটার চার ওভার শেষ করতে চাইছিল। উইকেট নেওয়ার চেষ্টা না করে সেফ বল করে গেল। অশ্বিনকে দলে নেওয়ার কারণ কী তাহলে? ২ টো উইকেট নেবে এবং ম্যাচ জেতাবে। কিন্তু কী করল অশ্বিন?''

চলতি মরশুম ভাল যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। সবার শেষে সিএসকে। আইপিএলের অষ্টাদশ সংস্করণ চলার মধ্যেই অশ্বিনের ব্যক্তিগত ইউটিউব চ্য়ানেলে তিনজন প্যানেলিস্ট দলের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। আলোচনার সময়ে প্যানেলিস্টদের মধ্যে একজন মতামত প্রকাশ করে বলেছিলেন, নূর আহমেদকে দলে নিলামে দলে নেওয়া উচিত হয়নি। 

এক সাংবাদিক পুরো ঘটনা তুলে ধরেন স্টিফেন ফ্লেমিংয়ের সামনে। জিজ্ঞাসা করেন, দলের একজন গুরুত্বপূর্ণ সদস্যের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে দল সংক্রান্ত কাটাছেঁড়া করা হলে তাতে কি অস্বস্তি বাড়ে সংশ্লিষ্ট দলের? 

প্রথমটায় ফ্লেমিং ধরতে পারেননি। পরে যখন তিনি ধরতে পারেন বিষয়টা তখন উপস্থিত সাংবাদিকদের বলেন, ''বন্ধু, আমার এব্যাপারে কোনও ধারণাই নেই। ওর যে চ্যানেল রয়েছে আমি জানতামই না। আমি দেখিওনা। আমার কাছে এটা নিরর্থক। তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে।''