আজকাল ওয়েবডেস্ক: কেকেআরের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েছিলেন এক ভক্ত। রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগের পায়ে লুটিয়ে পড়েছিলেন সেই ভক্ত। যা দেখে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছিল। কেউ কেউ বলেছিলেন, ১০ হাজার টাকা দিয়ে সেই ভক্তকে ভাড়া করে মাঠে ঢুকিয়েছেন রিয়ান পরাগ। 

রবিবার সেই বর্ষাপাড়া স্টেডিয়ামে রিয়ান পরাগের রাজস্থান রয়্যালস হারায় চেন্নাই সুপার কিংসকে। তার পরে সম্পূর্ণ অনভিপ্রেত কারণে বিতর্কে জড়িয়ে পড়লেন রিয়ান পরাগ। 

খেলার শেষে গ্রাউন্ড স্টাফকে সই দেন রিয়ান। নিরাপত্তাকর্মীদের সঙ্গেও ছবি তোলেন। ছবি তুলতে গিয়েই বিতর্কে জড়ান রাজস্থান অধিনায়ক। নিরাপত্তকর্মীদের সঙ্গে সেলফি তুলে সেই ফোন তাঁদের হাতে না দিয়ে  ছুড়ে দেন রিয়ান পরাগ। তাঁর এই আচরণ ভাল ভাবে নেয়নি সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন, ''একটা ম্যাচ জিতেই বদলে গেল চরিত্র। এই অ্যাটিচিউড দেখানোর যুক্তি নেই।'' 

?ref_src=twsrc%5Etfw">March 31, 2025

 

আর এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখলেন, ''শিখবে নিশ্চয়। এই ভিডিও ওকে জীবনের শিক্ষা দেবে।'' ''ধোনিকে হারিয়ে পরাগ ভাই নিজেকে ঈশ্বর মনে করে ফেলেছে', এরকম মন্তব্যও করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।